কর্ণাটকে ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার আছে: রাহুল গান্ধী
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বিজেপিশাসিত কর্ণাটক সরকারকে নিশানা করে বলেছেন, কর্ণাটকে ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার আছে। তিনি আজ (বৃহস্পতিবার) ওই মন্তব্য করেন।
কংগ্রেসের পক্ষ থেকে দেশের বিভিন্ন রাজ্যে রাহুল গান্ধীর নেতৃত্বে 'ভারত জোড়ো পদযাত্রা' কর্মসূচি চলছে। সেই ধারাবাহিকতায় এবার কেরালার পর কর্ণাটকে কংগ্রেসের 'ভারত জোড়ো পদযাত্রা' চলছে।
আজ (বৃহস্পতিবার) কর্ণাটকের মান্ড্যা জেলায় ভারত জোড়ো পদযাত্রায় যোগ দেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী এমপিও। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমপি শুরু থেকেই এই পদযাত্রার নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি প্রতিটি সুযোগে বিজেপিকে নিশানা করছেন।
আজ বৃহস্পতিবার তিনি বলেন, ‘কর্ণাটকে ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার আছে। সবকিছুতে ৪০ শাতাংশ কমিশন লাগে, কৃষক থেকে শ্রমিকদের কাছ থেকে ৪০ শতাংশ কমিশন নেয় সরকার।’
রাহুল গান্ধী আরও বলেন, ‘কন্ট্রাক্টর একটি চিঠি লিখেছিলেন যে দুর্নীতি চলছে, কিন্তু প্রধানমন্ত্রী কোনও ব্যবস্থা গ্রহণ করেননি। এই পদযাত্রার লক্ষ্য সারা ভারতে চলা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা। এই পদযাত্রাটি কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত যাবে এবং আমি এই যাত্রায় যারা আমাকে অনুসরণ করেছেন তাদের সবাইকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই।’
এদিকে আজ কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ এমপি বলেছেন, ‘বিজেপিশাসিত রাজ্য কর্ণাটক থেকে আমরা যে প্রতিক্রিয়া পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে আগামী নির্বাচনে বিজেপির পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে।’
অন্যদিকে, কর্ণাটক কংগ্রেসের সভাপতি ও রাজ্যের সাবেক মন্ত্রী ডিকে শিবকুমার বলেছেন, ‘দশেরা উৎসবের পরে এবার রাজ্যে কংগ্রেস জিতবে। আমরা রাজ্যে ক্ষমতায় আসছি এবং বিজেপির দোকান বন্ধ হয়ে যাচ্ছে’ বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা ডিকে শিবকুমার।
।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে


