মরুভূমির গনগনে রোদে অসুস্থ বৃদ্ধাকে পিঠে তুলে নিলেন মহিলা কনস্টেবল, হাঁটলেন ৫ কিমি!

 তীব্র দাবদাহ। সূর্যের তেজ যেন চাবুক মারছে। গুজরাতের (Gujarat) কচ্ছের রানে হাঁসফাঁস অবস্থা। তার মাঝেই এক অশীতিপর বৃদ্ধার প্রাণ বাঁচালেন মহিলা পুলিশ কনস্টেবল। গড়লেন মানবতার অনন্য নজির।

দিন কয়েক আগের ঘটনা। সুদূর বিস্তৃত ধু ধু মরুভূমিতে গরমে ক্লান্ত হয়ে পড়েছিলেন এক বৃদ্ধা (Gujarat)। তাঁর আর চলার শক্তি ছিল না। ৮৬ বছয় বয়সি ওই বৃদ্ধা রোদের মধ্যে যদি আর কিছুক্ষণ থাকতেন, তবে অঘটন ঘটে যেতে পারত। তাঁকে ওই অবস্থায় দেখেই নিজের কর্তব্য স্থির করে নেন বর্ষা পরমর। কারও কোনও আদেশের অপেক্ষা না করেই তিনি নিজের পিঠে তুলে নেন ওই বৃদ্ধাকে।
৮৬ বছরের জীর্ণ ন্যুব্জ শরীরটাকে বর্ষা বয়ে চলেন দীর্ঘ পাঁচ কিলোমিটার। বৃদ্ধার তখন বিশেষ জ্ঞান ছিল না। গরমে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। ২৭ বছরের পুলিশ কনস্টেবল বর্ষা অনায়াসেই তাঁকে বয়ে নিয়ে যান নিরাপদ স্থানে।
বর্ষা পরমরের এই কীর্তিকে সাধুবাদ জানিয়েছেন সকলে। লোকের মুখে মুখে ফিরছে তাঁর কথা। জানা গেছে ওইদিনই বর্ষার ডিউটিতে প্রথম দিন ছিল। আর সেদিনই বৃদ্ধার প্রাণ বাঁচিয়ে নজির গড়েছেন তিনি। অনেকেই তাঁকে পুরস্কৃত করার প্রস্তাব রেখেছেন।

 তবে বর্ষার পা মাটিতেই। তিনি বলছেন আমি কোনও প্রশংসা কুড়োনোর জন্য, বিখ্যাত হওয়ার জন্য এই কাজ করিনি। আমার দেখে যা মনে হয়েছে তাই করেছি। মরুভূমির ওই উত্তাপের মাঝে বৃদ্ধার পক্ষে হাঁটা সম্ভব ছিল না।

জানা গেছে, তিন জন বয়স্ক মহিলা মিলে বেলা ১১টায় মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে। সেখান থেকে বাড়ি ফেরার পথেই তাঁদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন, সানস্ট্রোকে জ্ঞান হারান তিনি।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news