বিহারে মানুষখেকো বাঘের মৃত্যু, ৯ জনের প্রাণ নেওয়ার পর গুলিতে থামল সে
ঘুরে বেড়াচ্ছে মানুষখেকো বাঘ (Tiger), আর সেই আতঙ্কে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন এলাকার মানুষ! একে একে ন’জনকে নিজের শিকার বানিয়ে ফেলেছে সে। শুক্রবার নিজের শেষ শিকার হিসেবে তার পেটে গেছেন এক ব্যক্তি। কিছুতেই বাগে আনতে পারছেন কেউ। সেই মানুষখেকোর জন্য জারি হয়েছিল ‘শ্যুট এন্ড সাইট’ অর্ডার (Shoot and Sight Order)! অবশেষে গুলিতে খতম হল সে।
গ্রামবাসীদের থেকে খবর পেয়ে গ্রামেরই এক আখের খেতে গুলিতে মারা হয় ঘাতক বাঘটিকে। বাঘের মৃত্যু নিশ্চিত হতেই আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন গ্রামবাসীরা। যাঁরা বাঘের ভয়ে এতদিন ঘরের দরজায় খিল দিয়েছিলেন তাঁরাই পথে নেমে ঢাক ঢোল পিটিয়ে উৎসবে মেতেছিলেন।
ঘটনাটি বিহারের (Bihar)বাল্মীকি ব্যাঘ্র অভয়ারণ্যের আশেপাশের এলাকায় ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছিল। শুক্রবার জঙ্গলে উদ্ধার হয়েছে বছর ছত্রিশের সঞ্জয় মাহাতো নামে এক ব্যক্তির। এর আগে আরও আটজনকে শিকার করেছে সে। বছর বারোর এক বালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে দিন দু’য়েক আগে।
পরপর এই হত্যার ঘটনার জেরে ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেনের প্রধান প্রভাতকুমার গুপ্ত নির্দেশ দেন, “আমরা বাঘটিকে দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছি। শ্যুটারদের একটি দল ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে।” বাঘটিকে খুঁজতে ড্রোনের সাহায্যও নেওয়া হচ্ছে।
বন দফতর থেকে অবশ্য জানানো হয়েছে, বাঘটিকে না মেরে যদি ধরা যায় সেদিকে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত সেই কাজে কোনওভাবেই ফল হয়নি। প্রসঙ্গত, এই অভয়ারণ্যে ৪০টি বাঘ রয়েছে। বাঘ সাধারণত বয়েসের কারণে নরখাদক হয়ে ওঠে। কিংবা কোনওভাবে আহত হলে সে মানুষের দিকে পা বাড়ায়।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে


