তৃণমূলের যুব সভাপতির বাড়ি ভাঙচুর পঞ্চায়েত সদস্যের ছেলের, ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব

তৃণমূল (TMC) যুব সভাপতির বাড়িতে ঢুকে বাবা-মা’কে মারধর ও ভাঙচুরের (inner clash) অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্য ও তাঁর ছেলের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সেই পঞ্চায়েত সদস্যর ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়া (Majdia) কলেজপাড়া এলাকায়।
কৃষ্ণগঞ্জ ব্লকের যুব তৃণমূল সভাপতি শুভদীপ সরকারের দাবি, শুক্রবার রাতে প্রায় ১৫ জনের একটি দুষ্কৃতী দল নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায় শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নির্বাচিত সদস্য কার্তিক ঘোষ ও তাঁর ছেলে ঋক ঘোষ। প্রথমে তাঁকে বাড়িতে এসে খোঁজাখুঁজি করে। সেখানে শুভদীপবাবুকে না পেয়ে তাঁর বাবা সুমন সরকারকে বেধড়ক মারধর করা হয়। তিনি পেশায় মাজদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
মারতে মারতে সুমনবাবুকে বাড়ি থেকে বার করে রাস্তা পর্যন্ত নিয়ে যায় সেই পঞ্চায়েত সদস্য ও তাঁর ছেলে। এমনকি তাঁর মা’কেও মারধর করা হয় বলে অভিযোগ। এঁদের চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষ জড়ো হয়ে কোনওরকমে দু’জনকে উদ্ধার করে। এই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর দেওয়া হয় কৃষ্ণগঞ্জ থানায়।
তবে পুলিশ আসার আগেই অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে যদিও পুলিশ অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের ছেলেকে গ্রেফতার করে। কিন্তু এখনও পর্যন্ত অধরা পঞ্চায়েত সদস্য ও তাঁর দলবল। যুব সভাপতির পরিবারের দাবি, রাজনৈতিক কারণে তাঁর পরিবারের উপর হামলা চালিয়েছে কার্তিক ঘোষ ও তাঁর দলবল। দীর্ঘদিন ধরেই কৃষ্ণগঞ্জে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছে। এই সংঘর্ষ সেই গোষ্ঠীকোন্দলের কথাই ফের প্রমাণ করে দিল।
Read more at: https://www.thewall.in/news/tmc-inner-clash-in-majdia/


খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে

news