‘হিন্দু দেবদেবীর অসম্মান’, ইস্তফা দিতে হল কেজরিওয়ালের সেই মন্ত্রীকে
দিল্লির আপ (AAP) সরকারের সেই মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম (Rajendra Pal Gautam) ইস্তফা দিলেন। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁকে নিয়ে বিতর্কে আগাগোড়া মুখ বন্ধ রাখায় অপমানিত বোধ করাতেই এই সিদ্ধান্ত।
গৌতম ছিলেন দিল্লি সরকারের সমাজকল্যাণ মন্ত্রী। দিন তিনেক আগে দিল্লিতে দশ হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের জমায়েতে শামিল হয়েছিলেন গৌতম (Rajendra Pal Gautam)। তিনি নিজেও ওই ধর্মের মানুষ।
সেই সমাবেশে অনুষ্ঠানে শপথ গ্রহণ করানো হয়, তাঁরা কখনও হিন্দু দেবদেবীর আরাধনা করবেন না। বলবেন না, জয় শ্রীরাম, জয় শ্রী কৃষ্ণ। মঞ্চে দাঁড়িয়ে মন্ত্রী গৌতমও এই শপথ নেন।
অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই আসরে নামে বিজেপি। গুজরাতে ভোটের প্রচারে যাওয়া অরবিন্দ কেজরিওয়ালকে পদে পদে হেনস্থা করে গেরুয়া শিবির।
প্রয়াত মুলায়ম সিং যাদব, শোকের ছায়া জাতীয় রাজনীতিতে
পরিস্থিতি সামাল দিতে কেজরিওয়াল গুজরাতের প্রচারে খুল্লামখুল্লা হিন্দুত্বের তাস খেলেন। স্লোগান তোলেন জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ। কথা দেন গুজরাতে আপ ক্ষমতায় এলে নিখরচায় তীর্থযাত্রীদের অযোধ্যায় রাম মন্দির দেখাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে।
আপ সূত্রে খবর, কেজরিওয়াল দলের ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেও মন্ত্রী গৌতমের (Rajendra Pal Gautam) সঙ্গে চূড়ান্ত অভদ্রতা করেন। বিজেপির লাগাতার আক্রমণের মুখে মন্ত্রীর ফোন ধরেননি। দলের লোকেদের দিয়ে গৌতমকে ইস্তফা দেওয়ার পরামর্শ দেন।
আসলে গুজরাত ও হিমাচল প্রদেশের ভোটের কথা মাথায় রেখে কেজরিওয়াল হিন্দু ভোটের স্বার্থে নিজের মন্ত্রীকে ত্যাগ করেছেন, দলের মধ্যেই এমন গুঞ্জন উঠেছে। মন্ত্রী গৌতমও দলীয় মহলে বলেছেন, বিজেপির আক্রমণের থেকেও দলীয় নেতৃত্বের কাছ থেকে অসম্মানের কারণেই তিনি ইস্তফা দিয়ে নিজের ধর্মের মর্যাদা রক্ষা করলেন।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে


