প্ল্যাকার্ড হাতে চাকরির দাবিতে মাংস বিক্রেতা বিজেপি কর্মী বসে টেট উত্তীর্ণদের ধর্না মঞ্চে! ভাইরাল ছবি
প্রাথমিক টেট (TET) উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের (protesters) সঙ্গেই ধর্না মঞ্চে বসে আছেন তিনি। হাতে ধরা প্ল্যাকার্ড (Placard), তাতে লেখা, ‘আমরা টেট পাশ, প্রশিক্ষিত, তবুও আমরা বঞ্চিত?’ দেখলে বোঝার উপায় নেই, যার হাতে ধরা রয়েছে এই প্ল্যাকার্ড, তিনি টেট উত্তীর্ণ তো ননই, শিক্ষকতার (teacher) চাকরি করার বিন্দুমাত্র বাসনা নেই তাঁর। পেশায় তিনি একজন মাংস বিক্রেতা (meat seller)। রাজনৈতিক পরিচয়ে তিনি বিজেপির একজন সক্রিয় কর্মী (BJP worker)।
প্ল্যাকার্ড হাতে তাঁর এই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পরই শুরু হয়েছে তীব্র বিতর্ক। তিনি যে শুধুই ধর্না মঞ্চে প্ল্যাকার্ড হাতে বসেছিলেন তাই নয়, চাকরির দাবিতে রীতিমতো স্লোগান দিতে দেখা গেছে তাঁকে। জানা গেছে, তাঁর নাম সুদাম গিরি। শরৎ চ্যাটার্জি রোডের বাসিন্দা সুদাম পেশায় একজন মাংস বিক্রেতা। তিনি টেট পরীক্ষায় কখনওই বসেননি।
তাহলে টেট পরীক্ষার্থীদের সঙ্গে তিনি এভাবে স্লোগান দিয়েছিলেন কেন? সুদাম জানিয়েছেন, বিজয় দশমীর দিন টেট উত্তীর্ণ আন্দোলনরত চাকরিপ্রার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করতে গিয়েছিলেন তিনি। সুদাম আরও জানিয়েছেন, এলাকার বিজেপি নেতা কর্মীদের সঙ্গে সেদিন ধর্না মঞ্চে গিয়েছিলেন তিনি। চাকরিপ্রার্থীদের প্রতি সহমর্মিতা দেখাতেই তিনি প্ল্যাকার্ড হাতে তাঁদের সঙ্গে বসেছিলেন খানিকক্ষণ, এমনটাই দাবি তাঁর। সেই সময় কেউ তাঁর ছবি তুলে নেট মাধ্যমে পোস্ট করে দেয়। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ছবি। সুদামকে লক্ষ্য করে ব্যঙ্গ-বিদ্রূপ উড়ে আসতে শুরু করে।
এই প্রসঙ্গে হাওড়া জেলার বিজেপি নেতা উমেশ রাই জানিয়েছেন, ওই যুবক আদৌ বিজেপি কর্মী কিনা তা খোঁজ নিয়ে দেখা হবে। তিনি আরও জানিয়েছেন, ‘কেউ আন্দোলন মঞ্চে গিয়ে একটা পোস্টার ধরে বসলেই সে আন্দোলনকারী হয়ে যায় না। অনেক সময় আন্দোলনকারীদের পাশে থাকতে গিয়ে পোস্টার হাতে সেখানে বসেন অনেক রাজনৈতিক নেতা। এটা তেমন কোনও ইস্যুই নয়।’ তাঁর দাবি, আন্দোলনকারীদের সমস্যা এড়িয়ে যাওয়ার জন্যই এই ধরনের বিতর্ক তৈরি করা হচ্ছে। বিজেপি সবসময়ই আন্দোলনকারীদের পাশে আছে বলে জানিয়েছেন তিনি।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে


