সাম্প্রদায়িক সহিংসতা: কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি শুভেন্দুর, পাল্টা জবাব সৌগত রায়ের
 
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার মোমিনপুরে সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগে সংশ্লিষ্ট এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

তিনি আজ (সোমবার) ওই ইস্যুতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েনের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন। তার দাবি- কোলকাতার  খিদিরপুর মোমিনপুর এলাকায় গুণ্ডা ও সমাজবিরোধীদের আক্রমণে হিন্দুদের দোকানপাট এবং মোটরবাইক ভাঙচুর করা হয়েছে। 

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি আজ বলেন, ‘ওই ঘটনায় পুলিশ গিয়েছে,  ‘র‍্যাফ’  নেমেছে, পরিস্থিতি শিগগিরি শান্ত হয়ে যাবে। এ নিয়ে শুভেন্দুদের এত বলার কিছু নেই। অরা কথায় কথায় বলে স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি লিখেছে, টুইট করেছে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রীর কী করার আছে? আইনশৃঙ্খলা পুরোপুরি রাজ্য সরকারের অধীনে। রাজ্য সরকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। সুকান্ত মজুমদার ওখানে যাচ্ছিলেন গাড়িতে করে, তাকে চিংড়িহাটায় আটকেছে। ওর কী করার আছে? উনি তো বালুরঘাটের এমপি, উনি বালুরঘাটে যান। কোলকাতা শহরের মধ্যে সবটাই তৃণমূলের এমএলএ-এমপি-কর্পোরেশন। সেখানে তৃণমূলই ব্যাপারটা দেখবে এবং রাজ্য সরকার দেখবে। ওর কিছু করার নেই।’   

পুলিশের মতে, শনিবার রাতে মিলাদ উন-নবীর জন্য লাগানো ধর্মীয় পতাকা কেউ বা কারা ছিঁড়ে দেওয়ার পরে উত্তেজনা শুরু হয়। এলাকায় অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩৮ জনকে আটক করা হয়েছে।    


কোলকাতার মোমিনপুরে সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগে প্রতিবাদ জানিয়ে আজ (সোমবার) বিকেলে রাজ্যপালের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময়ে তারা ‘অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে হিন্দুদের বাড়ি ফেরাতে হবে’, মমতা ব্যানার্জি হায়-হায়, পুলিশ মন্ত্রী হায়-হায়’, ‘মোমিনপুর জ্বলছে, বাংলা জ্বলছে’, ‘অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে’, ‘রাজ্যপালের হস্তক্ষেপ করতে হবে’,  ‘মোমিনপুরের ঘটনার ‘এনআইএ’ ‘তদন্তের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে’, হিন্দুরা ঘরছাড়া হয়েছে কেন মমতা ব্যানার্জি জবাব দাও’, ‘কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে এই হামলা কেন মমতা ব্যানার্জি জবাব দাও’ ইত্যাদি স্লোগান দেন এবং বিভিন্ন পোস্টার প্রদর্শন করেন।   

এ দিকে, আজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গোলযোগপূর্ণ ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার চেস্তা করলে পুলিশ তাকে বাধা দেয় এবং গ্রেফতার করে। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘যে পুলিশ ৪৮ ঘন্টা ধরে মোমিনপুরে টেবিলের তলায় লুকিয়ে ছিল সেই পুলিশ আমাকে আজ মোমিনপুর থেকে কয়েক কিলোমিটার দূরে চিংড়িহাটায় আটকে দিয়ে আমাকে গ্রেফতার করেছে। উদ্দেশ্য একটাই মোমিনপুরে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা হচ্ছে সেই ঘটনা যাতে বাইরে না আসে’ বলেও মন্তব্য করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজমদার এমপি।
 খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news