পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ-দুর্নীতি মামলায় বিধায়ক মানিক ভট্টাচার্য গ্রেফতার, বিজেপি ও তৃণমূলের প্রতিক্রিয়া
ভারতের পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ-দুর্নীতি মামলায় রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ‘ইডি’।
‘ইডি’র পক্ষ থেকে গতকাল (সোমবার) দিবাগত রাতভর মানিক ভট্টাচার্যকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সে সময় তিনি ‘ইডি’ কর্মকর্তাদের তদন্তে সহযোগিতা করেননি বলে অভিযোগ উঠেছে। বয়ানে অসঙ্গতি এবং জেরায় অসহযোগিতার অভিযোগ এনে সোমবার রাতেই পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়।
শিক্ষক নিয়োগ-দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও বিধায়ক মানিক ভট্টাচার্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যে নথি জমা দিয়েছিলেন, সেখানে একাধিক অসঙ্গতি রয়েছে বলে ‘ইডি’ সূত্রে খবর। সে কারণেই তাকে জিজ্ঞাসাবাদ চলছিল। অবশেষে গ্রেফতার করা হয় তাকে।
এ প্রসঙ্গে আজ (মঙ্গলবার) রাজ্যের বিরোধীদল বিজেপি নেত্রী ও বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, ‘আজকে মানিক ভট্টাচার্য গ্রেফতার হয়েছে, আমরা খুব খুশি। বাংলার মানুষ খুব খুশি। কিন্তু দশ বছর ধরে যে মানুষটা দুর্নীতি করে গেছে, এবং যে দুর্নীতির অভিযোগ সরকারের কাছে গেছে কিন্তু সরকার চুপ থেকেছে। তাই আমাদের দাবি হচ্ছে যে কিংপিন দুর্নীতির যে মাথায় বসে আছে তাকে ধরতে হবে। শুধু যে দুর্নীতি তা নয়, আমার কাছে অপরাধটা হচ্ছে যে, প্রজন্মের স্বপ্নকে চুরমার করে দেওয়া। এটা হচ্ছে একটা সাঙ্ঘাতিক অপরাধ! যোগ্য চাকরি প্রার্থীরা ৬০০ দিনের উপর রাস্তার ধারে ধর্না-অবস্থানে বসে আছে।’
অন্যদিকে, তৃণমূল নেতা শান্তনু সেন এমপি ওই বিষয়ে আজ বলেন, ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ‘ইডি’র দোষী প্রমাণ করার হার হচ্ছে .৪৬ শতাংশ। আমরা দেখেছি বিগত কয়েক বছরে ইডি এবং সিবিআইকে ব্যবহার ৩৬৫ শতাংশ বেড়েছে, যার মধ্যে ৯৫ শতাংশই হচ্ছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে। এদের মধ্যে শীর্ষে রয়েছে তৃণমূল কংগ্রেস। সেজন্য আমরা চাইব যে, দ্রুততার সঙ্গে তদন্ত শেষ হোক। সত্যটা প্রকাশ্যে আসুক। বিজেপিতে থাকা নেতা-নেত্রী যারা পাহাড় প্রমাণ দুর্নীতিতে ডুবে রয়েছে, যাদের নাম ইডি এবং সিবিআইয়ের কাছে আছে তাদের বিরুদ্ধেও সমান তৎপরতায় তদন্ত শুরু হলে আমাদের প্রশ্ন থাকত না’ বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা শান্তনু সেন এমপি।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে


