জলপাইগুড়ির বিজেপি নেত্রীর বাড়িতে সিবিআই হানা! ময়দানে তৃণমূল
তৃণমূল নেতা বা নেতাদের ঘনিষ্ঠদের বাড়িতে সিবিআই (CBI) হানা এখন জলভাত হয়ে গিয়েছে। গ্রেফতার করে নিলেও তেমন নতুনত্ব ঠেকছে না। এবার জলপাইগুড়ির (Jalpaiguri) এক বিজেপি নেত্রী (BJP Leader) ও তাঁর স্বামীকে সিবিআই জেরা নিয়ে সরগরম জেলার রাজনীতি। ময়নাগুড়ির বিজেপি নেত্রী সুজাতা রায় ও তাঁর স্বামী অবশ্য সিবিআই জিজ্ঞাসাবাদের খবর অস্বীকার করেছেন। তবে ময়দানে নেমে পড়েছে তৃণমূল।
বৃহস্পতিবার ময়নাগুড়িতে গিয়েছিল সিবিআই টিম। দিনভর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক-সহ বিভিন্ন যায়গায় হানা কেন্দ্রীয় এজেন্সি। জানা গিয়েছে গতকাল সন্ধেবেলা ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে একটি কালো ব্যাগ নিয়ে যায় সিবিআই। পাশাপাশি ময়নাগুড়ি রেজিষ্ট্রি অফিসেও যায় সিবিআই। জানা গিয়েছে, তারপর রাতের দিকে বিজেপি নেত্রীর বাড়িতে গিয়েছিল তদন্তকারী দলটি।
কোন মামলায় সিবিআই এই তল্লাশি চালিয়েছে বা সুজাতাদের বাড়িতে গিয়েছিল তা স্পষ্ট নয়। তবে তৃণমূলের দাবি, এই দম্পতি একসময় চিট ফান্ডের মালিক ছিল। চিট ফান্ড দুর্নীতিতে কোটি কোটি টাকা আত্মস্যাৎ করেছে। সেই টাকা দিয়ে জমি কেনাবেচা হয়েছে বলেও অভিযোগ তৃণমূলের।
সুত্রের খবর, বুধবার কলকাতা থেকে সিবিআই টিম উত্তরবঙ্গে পৌঁছয়। কোচবিহার ও আলিপুরদুয়ারের বিভিন্ন যায়গা ঘুরে সিবিআই আধিকারিকরা বৃহস্পতিবার বেলার দিকে ময়নাগুড়ি আসেন।
বিজেপি নেত্রী সুজাতা রায়ের অবশ্য দাবি, তাঁর বাড়িতে আদৌ সিবিআই আসেনি। তাঁর কথায়, “আমাকে বা আমার স্বামীকে সিবিআই জেরা করেনি। আসলে আমি বিজেপি করি। আমাকে দমিয়ে দেওয়ার জন্য এইসব রটিয়ে বেড়াচ্ছে তৃণমূল।”
বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক চন্দন বর্মন টেলিফোনে জানান, “বিজেপি, তৃণমূল আমরা বুঝিনা। অভিযোগ প্রমাণিত হলে সাজা পেতেই হবে। সে যেই হোন না কেন!”
এই ঘটনায় যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, ‘সিবিআইয়ের বোধহয় শুভ বুদ্ধির উদয় হয়েছে। তাই তারা বিজেপি নেত্রীর বাড়িতে হানা দিয়েছে। আমার প্রশ্ন, সিবিআই ওঁদের গ্রেফতার করল না কেন? বিজেপি নেত্রী সুজাতা রায় এবং তাঁর স্বামী মোহিত রায় চিট ফান্ড চালাতেন। পাশাপাশি এরা শিক্ষা দুর্নীতির সঙ্গেও জড়িত।” তিনি আরও বলেন, “আসলে এগুলো সব আই ওয়াশ। সিবিআই বিজেপিকে কিছু করবে না। অথচ গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও থানায় নেই একটাও অভিযোগ। তারপরও তাঁকে নিয়ে ছিনিমিনি খেলছে সিবিআই। আসলে সিবিআই আর ইডি এরা বিজেপির উইং।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে


