বিপুল টাকা, বাংলা মদ উদ্ধার জোড়া অপারেশনে, হেয়ার স্ট্রিট থানার বড় সাফল্য
১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর—চার দিনে জোড়া অপারেশনে বড় সাফল্য পেল হেয়ার স্ট্রিট থানা (Hare street Ps)। উদ্ধার হল ২০ লক্ষ টাকা (Cash) এবং ১০০ বোতল বাংলা মদ (country liquor ।
গত ১১ অক্টোবর কলকাতা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন অনিল কুমার নামের এক ব্যবসায়ী। তিনি অভিযোগ করেছিলেন, তাঁর সংস্থার কর্মচারী মহম্মদ আইনুল হক বিপুল টাকা নিয়ে পালিয়ে গিয়েছে।
ওই ব্যবসায়ীর লিখিত অভিযোগের ভিত্তিতে হাওড়া শিবপুরে আইনুলের বাড়িতে হানা দেয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। কিন্তু সে ততক্ষণে পালিয়ে যায়। পুলিশ জানতে পারে, রেলপথ ব্যবহার করে অন্য রাজ্যে পালাচ্ছে আইনুল।
মাওবাদী যোগ, ষড়যন্ত্র: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অধ্যাপককে নির্দোষ ঘোষণা আদালতের
রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করে সমস্ত তথ্য জানানো হয়। এরপর বিহারের সমস্তিপুর জিআরপি আইনুলকে আটক করে। হেয়ার স্ট্রিট থানার পুলিশ গিয়ে শুক্রবার আইনুলকে শহরে নিয়ে আসে। এদিন তাকে আদালতে তোলা হবে। আইনুলের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ২০ লক্ষ টাকা।
অন্যদিকে এদিনই গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং স্ট্রিট ও পুরনো চিনা বাজারের সংযোগস্থল থেকে জিতেন্দ্র পাসোয়ান নামের এক যুবককে গ্রেফতার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১০০ বোতল সিল করা বাংলা মদের বোতল।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে


