‘খাড়গেকে ভোট দিন’, দলবদলের পরেও টুইট করে বিতর্কে প্রণবপুত্র অভিজিৎ

 দেশজুড়ে চলছে কংগ্রেসের সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া। কংগ্রেস সভাপতি হওয়ার জোর লড়াই চলছে মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুরের মধ্যে। এই পরিস্থিতিতে মল্লিকার্জুন খাড়গেকে (Mallikarjun Kharge) ভোট দেওয়ার আবেদন জানিয়ে টুইট প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়ের। গত কয়েকমাস আগে যিনি কংগ্রেসের ‘অস্তিত্ব নেই’ বলে দাবি করে তৃণমূল যোগ দিয়েছিলেন, সেই অভিজিৎ মুখোপাধ্যায়ের এহেন টুইট নিয়ে স্বাভাবিকভাবেই চলছে জোর আলোচনা।

জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee) টুইটে লেখেন, “প্রতিটি কংগ্রেস ভোটারকে ভোট দিয়ে সভাপতি হিসাবে মল্লিকার্জুন খাড়গেকে বেছে নেওয়ার আবেদন করছি। লোকসভায় কংগ্রেসকে নেতৃত্ব দেওয়া খাড়গে অত্যন্ত প্রবীণ এবং বিচক্ষণ নেতা। আমি নিশ্চিত সভাপতি হলে উনি কংগ্রেসকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।”


প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee) বরবারই কংগ্রেসের হয়ে কাজ করে গিয়েছেন। বাবার মৃত্যুর পরই হাতশিবির ছেড়ে বেরিয়ে আসেন প্রণবপুত্র অভিজিৎ। তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলবদল করেন তিনি। যোগ দেন তৃণমূলে। তবে কংগ্রেসের সভাপতি নির্বাচনী ভোটাভুটির মাঝে অভিজিৎ মুখোপাধ্যায়ের এহেন টুইট নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা।

তৃণমূল সাংসদ শান্তনু সেন (Shantanu Sen) যদিও বিষয়টিতে তেমন গুরুত্ব দিতে নারাজ। তাঁর কথায়, “অভিজিৎ আগে কংগ্রেসে ছিলেন। সে কারণেই হয়তো হাতশিবিরের অভ্যন্তরীণ বিষয়ে টুইট করেছেন।” যদিও টুইট নিয়ে রাজনৈতিক জল্পনা প্রসঙ্গে অভিজিৎ মুখোপাধ্যায় আর একটি শব্দও খরচ করেননি।

সংবাদ প্রতিদিন/এনবিএস/২০২২/একে

news