অভিন্ন দেওয়ানি বিধি অসাংবিধানিক, এটা গ্রহণযোগ্য নয়"

ভারতে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ বা ‘ইউনিফর্ম সিভিল কোড’ কার্যকর করার জন্য কয়েকটি বিজেপিশাসিত রাজ্যে তৎপরতা শুরু হওয়ার মধ্যে ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড’ বলেছে, এটি সঠিক পদক্ষেপ হবে না। দেশের মুসলমানরা তা মেনে নেবে না।

হিন্দি গণমাধ্যম ‘জনসত্তা’ সূত্রে প্রকাশ, মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সেক্রেটারি ড. মুহাম্মাদ ওয়াকারউদ্দিন লতিফি কেন্দ্রীয় সরকারকে এই ধরনের পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ড. মুহাম্মাদ ওয়াকারউদ্দিন লতিফি বলেন, ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে তার ধর্ম অনুযায়ী জীবনযাপন করার অনুমতি দেয়। ইউনিফর্ম সিভিল কোডের ইস্যু আনা হচ্ছে আসল বিষয় থেকে মনোযোগ সরাতে এবং বিদ্বেষের এজেন্ডা প্রচার করতে।

তিনি বলেন, মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মতো দেশের জ্বলন্ত সমস্যার সমাধান না করে কেন্দ্রীয় সরকার ইউনিফর্ম সিভিল কোডের ইস্যুকে জুমলার (ভাঁওতাবাজি) মতো ছুড়ে দিয়েছে।

উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। উভয় রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর ফলে দেশে প্রতিটি সম্প্রদায় একই রকম পরিবেশ পাবে। মধ্য প্রদেশসহ বিজেপি শাসিত রাজ্যগুলো এর প্রশংসা করতে ক্লান্ত নয়। কেন্দ্রীয় সরকারও তা কার্যকর করতে প্রস্তুত। যদিও এখনও এমন কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। কিন্তু বিজেপি নেতারা যেভাবে বিবৃতি দিচ্ছেন তা দেখে বিশ্লেষকরা মনে করছেন সরকার ওই বিষয়ে পরিবেশ তৈরি করতে চাচ্ছে।  

ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ একটি ধর্মনিরপেক্ষ আইন যা সকল সম্প্রদায়ের মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। এটা যে কোনো সম্প্রদায়ের সকল ব্যক্তিগত আইনের ঊর্ধ্বে। বিশ্বের অনেক দেশেই এ ধরনের আইন প্রযোজ্য। কিন্তু ইউনিফর্ম সিভিল কোড ভারতে প্রযোজ্য নয়। এখানে বেশিরভাগ ব্যক্তিগত আইন ধর্মের ভিত্তিতে নির্ধারিত হয়। হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধদের জন্য ‘ব্যক্তিগত আইন’ আছে। যেখানে মুসলিম ও খ্রিস্টানদের নিজস্ব আইন রয়েছে। মুসলমানদের আইন শরীয়াহ ভিত্তিক।খবর পার্সটুডের /এনবিএস/২০২২/একে

news