কলকাতায় গোলাগুলি! গভীর রাতে চলল সমাজবিরোধীদের তাণ্ডব, গ্রেফতার ২

 রাতের কলকাতায় চলল গুলি (Kolkata Shootout)! এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ কলকাতার (South Kolkata) বন্ডেল গেট এলাকা। অভিযোগ, শুক্রবার রাতে প্রথমে এলাকার দুই দুষ্কৃতী ও তাদের দলবলের মধ্যে বচসা বাধে, সেই থেকে গুলি চলে। যদিও পুলিশ সূত্রে এখনও গুলির কথা স্বীকার না করলেও শ্যুটআউটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীদের।

জানা যাচ্ছে, শুক্রবার বন্ডেল গেট এলাকায় রাত সাড়ে এগারোটা নাগাদ চন্দন ও সুরজের দলবলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এলাকাবাসীদের অভিযোগ প্রায়শই এই দুই দলের মধ্যে ঝামেলা লেগেই থাকে। তাঁদের অভিযোগ, গতকাল রাতে হঠাৎই গুলির শব্দ শোনা যায়। ঘটনাটি ঘটেছে এলাকার এক বহুতল আবাসনের সামনে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে গড়িয়াহাট থানার পুলিশ। দুই দুষ্কৃতীকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, কোনও আগ্নেয়াস্ত্রর সন্ধান মেলেনি। তবে গোটা ঘটনাই খতিয়ে দেখা হচ্ছে।

এই শ্যুটআউটের ঘটনায় এখনও এলাকায় আতঙ্ক ছড়িয়ে রয়েছে। এক এলাকাবাসীর অভিযোগ, চন্দন ও সুরজ এই দুইজনেরই আলাদা আলাদা দল আছে। এলাকায় কার আধিপত্য থাকবে সেই নিয়ে প্রায় রোজই দুই পক্ষের অশান্তি লেগে থাকে। তবে গুলি চালানোর ঘটনা এর আগে ঘটেনি। খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news