নাবালিকা পরিচারিকাকে ৫ মাস ধরে যৌন নির্যাতনের অভিযোগ! গ্রেফতার আইটি কর্মী

অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখভাল করার জন্য বাড়িতে পরিচারিকার (maid) দরকার ছিল। সেই কাজের জন্য এক নাবালিকাকে (minor) বাড়িতে এনে রেখেছিল যুবক। সেই কিশোরী পরিচারিকাকে যৌন নির্যাতনের (sexual harassment) দায়ে বাড়ির মালিক পেশায় আইটি কর্মী (IT worker) ওই যুবককে গ্রেফতার করল পুলিশ।

ঘটনাটি ঘটেছে ইকো পার্ক থানার হাতিয়াড়ায়। অভিযুক্ত যুবকের নাম মহম্মদ তাল্লাহ। সে ওই এলাকায় একটি ফ্ল্যাটে স্ত্রী এবং সন্তানের সঙ্গে থাকত বলে জানা গেছে। বর্তমানে তার স্ত্রী আবার সন্তানসম্ভবা হওয়ায় কাজ করার জন্য মাস পাঁচেক আগে এক নাবালিকাকে বাড়িতে নিয়ে আসে অভিযুক্ত। ওই নাবালিকা আদতে বেনারসের বাসিন্দা হলেও কলকাতায় নারকেলডাঙ্গায় এক আত্মীয়ের বাড়িতে থাকত বলে জানিয়েছে পুলিশ। সেখান থেকেই তাকে পরিচারিকার কাজ করার জন্য নিজের বাড়িতে নিয়ে যায় ওই আইটি কর্মী।

নাবালিকার পরিবারের অভিযোগ, এই পাঁচ মাসে একাধিকবার কিশোরী পরিচারিকাকে যৌন নির্যাতন করে মহম্মদ তাল্লাহ। দীর্ঘদিন মুখ বুজে থাকলেও অবশেষে গত বৃহস্পতিবার বিকেলে ইকো পার্ক থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে হাতিয়াড়ার ফ্ল্যাট থেকে অভিযুক্তকে গ্রেফতার করে ইকো পার্ক থানার পুলিশ। শুক্রবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হয়েছে।

যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত মহম্মদ তাল্লাহ। সে জানিয়েছে, কাজে ভুল হওয়ার জন্য বৃহস্পতিবার নাবালিকাকে সে খানিক বকাবকি করেছিল। তখনকার মতো ঘর থেকে বেরিয়ে যায় ওই কিশোরী। তারপরেই তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করা হয় বলে জানিয়েছে মহম্মদ তাল্লাহ।

 খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news