পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলকে ‘তোলামূল’ বলায় শুভেন্দুকে তীব্র কটাক্ষ করলেন কুণাল

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে ‘তোলামূল পার্টি’ বলে উল্লেখ করায় রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

আজ (রোববার) এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘মানুষের সমর্থন না থাকার কারণে ‘তোলামূল পার্টি’, যে পার্টি গত বিধানসভা ভোটে প্রায় ৩০ হাজার ভোটে আমাদের কাছে হেরেছে, এই পার্টি একদিকে সন্ত্রাসের রাস্তা নিয়েছে, আর অন্যদিকে, আরও বড় সন্ত্রাসের ভূমিকা নিয়েছে এখানকার পুলিশ। মিথ্যা মামলা, জেলের ভিতরে রাখা, একাধিক মামলা দেওয়া, পুলিশ হেফাজতে রিমান্ডে রাখা এভাবে নানা ধরণের মিথ্যা মামলার কথা আপনারা জানেন। কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। শুনে রাখুন এখানকার পুলিশ বাবারা বিজেপির অধীনে কাজ করতে হবে।’   

এ সম্পর্কে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ আজ বলেন, ‘উনি বললেন ‘তোলামূল পার্টি’। ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত উনি যে দলের মন্ত্রী থেকে, বিধায়ক থেকে, বিভিন্ন পর্ষদের চেয়ারম্যান,  দলের বিভিন্ন পদাধিকারী ছিলেন, হঠাৎ (কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা) সিবিআই, ইডি থেকে বাঁচতে বিজেপিতে গিয়ে ‘তোলামূল’ হয়েছেন। ওকে জিজ্ঞাসা করুন না, ও শুভেন্দু ওটা যদি তোলামূল পার্টি হয়, তোমার বাবা, আর তোমার ভাই কোন পার্টির এমপি? জিজ্ঞেস করুন না ওকে। ‘তোলামূল’ যাকে বলছ, বাড়িতে গিয়ে বাবার সামনে বলো, বাবা তুমি তোলামূলের এমপি? দ্বিতীয়ত, পুলিশকে বলেছে ‘পুলিশ বাবা’, এটা একটা কুরুচিকর ভাষা’ বলেও মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news