নেশার জন্য জমি বিক্রির প্রস্তাব, না মানায় বাবাকে বাঁশপেটা করে খুন ছেলের


 নেশায় আসক্ত ছেলের (son) বেধড়ক মারে খুন (murder) হলেন বৃদ্ধ বাবা। ভয়াবহ এই কাণ্ডটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলের ইসলামপুর বালুমাটি এলাকায়। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই টাকাপয়সার জন্য জমি বিক্রির চাপ দিচ্ছিল সেই ‘গুণধর’ ছেলে। কিন্তু বাবা রাজি না হওয়াতেই খুন করেছে সে। এরপরই বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত।
জানা গেছে, মৃতের নাম মন্টু মণ্ডল (৬০)। ছেলে সফিকুল মণ্ডলের হাতে এর আগেও তিনি মার খেয়েছেন বলে অভিযোগ প্রতিবেশীদের। একজন বলেন, ‘সফিকুল দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিল। নেশা করতে করতে টাকা-পয়সা ফুরিয়ে গেলে বাড়ির জিনিসপত্রও বিক্রি করে দিত। এই নিয়েই মাঝেমধ্যেই চলত অশান্তি। প্রতিবাদ করে এর আগেও সফিকুলের হাতে মার খেয়েছেন তার বাবা, এমনকী স্ত্রী-সন্তানও।
পরিবার সূত্রে জানা গেছে, মাস ছয়েক আগে হঠাৎই সফিকুল তার বাবাকে জমির বিক্রির জন্য চাপ দিতে শুরু করে। কেন না তার নেশার টাকা ক্রমশ শেষ হয়ে যাচ্ছিল। কিন্তু ছেলের এই প্রস্তাবে রাজি হননি বাবা। এরপরই সমস্যার সূত্রপাত। গত শুক্রবার বিকেলের দিকে ইটভাটায় কাজে যাওয়ার সময় হঠাৎই বাবা মন্টু মণ্ডলের উপর ঝাঁপিয়ে পড়ে সফিকুল। বাঁশ দিয়ে বেধড়ক মারে। ঘটনায় গুরুতর আহত হয়ে রাস্তাতেই পড়েছিলেন তিনি।
এমন সময় বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা তাকে দেখতে পেয়ে পরিবারের অন্যান্য সদস্যদের খবর দেয়। এরপর সেখান থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় ইসলামপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে চিকিৎসার পর বাড়ি ফিরলেও শেষরক্ষা হয়নি। সোমবার গভীর রাতে মৃত্যু হয় তাঁর। 
বৃদ্ধের মৃত্যুর পরে অভিযুক্ত সফিকুল মণ্ডলের নামে লিখিত অভিযোগ দায়ের করে তার পরিবার। তারপরেই বাড়ি ছেড়ে বেপাত্তা হয়ে গিয়েছে অভিযুক্ত সফিকুল। ঘটনার খবর পেতেই বাড়িতে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। মঙ্গলবার সকালে সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অন্যদিকে, অভিযুক্ত ছেলের খোঁজেও সমানতালে তল্লাশি চালাচ্ছে ইসলামপুর থানার পুলিশ।


/

খবর  দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news