পশ্চিমবঙ্গে স্কুলে গরমের ছুটিকে কেন্দ্র করে বিতর্ক, বিজেপি বিধায়কের মন্তব্যে তৃণমূলের সমালোচনা
ভারতের পশ্চিমবঙ্গে তীব্র দাবদাহের কারণে স্কুলে গরমের ছুটি চালু করাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সাধারণত মে মাসের মাঝামাঝি সময় থেকে গরমের ছুটি হয়। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই ছুটি এগিয়ে নিয়ে আসা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) ওই ইস্যুতে আলাদা রাজ্যের দাবিকে সমর্থন জানালেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন, 'দক্ষিণবঙ্গে গরম পড়লে উত্তরবঙ্গে বন্ধ হয় স্কুল। এই ধরণের সিদ্ধান্তের জন্যই উত্তরবঙ্গে জন্ম নেয় আলাদা রাজ্যের দাবি।' তিনি বলেন, উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি দক্ষিণবঙ্গের মতো নয়। সেক্ষেত্রে ২ মে থেকে গরমের ছুটির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।' রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিয়ে এমনটাই তিনি আবেদন জানিয়েছেন।
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন ‘দক্ষিণবঙ্গে হাঁচি-কাশি হলে এখানে সব কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু উত্তরবঙ্গ বিপর্যস্ত হলে দক্ষিণবঙ্গের মানুষদের খুঁজে পাওয়া যায় না। কাজেই উত্তরবঙ্গের মানুষরা যে বারবার দাবি তোলেন আলাদা রাজ্যের সে জায়গায় দাঁড়িয়ে আমি কখনোই সে কথা মানিনি। তবে এ ভাবে যদি দক্ষিণবঙ্গের প্রশাসনের দ্বারা উত্তরবঙ্গকে প্রভাবিত বা চালিত হতে হয় তা হলে ‘আলাদা রাজ্যের দাবি’ প্রাসঙ্গিক।’
এ ব্যাপারে ওই বিজেপি বিধায়ককে তীব্র কটাক্ষ করে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, একটা দায়িত্বজ্ঞানহীন প্ররোচনামূলক মন্তব্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের পরিস্থিতি ভালো করেছেন। সরকারি স্কুলে যখন পঠনপাঠন চলবে, তখন তো বৈষম্য হতে পারে না।
তিনি বলেন, ‘তারা যে কথায় কথায় আলাদা রাজ্যের দাবি তোলেন, তো ক’দিন আগে তো রাজ্যে বিধানসভা নির্বাচন হল। তাহলে ইশতেহারে লেখেননি কেন শঙ্কর বাবু? কেন লেখেনি বিজেপি, যে আমাদের ভোট দিন আমরা বাংলাকে ভাগ করব? লিখলে তো যে ক’টা ভোট পেয়েছেন, যে ক’টা আসন পেয়েছেন সেটাও পেতেন না।’ বিজেপি বিধায়ককে ‘দলবদলু’ (দল পরিবর্তনকারী) এবং ‘ওদের কথার কোনও মূল্য নেই’ বলেও কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
ওই ইস্যুতে দার্জিলিং জেলা তৃণমূলের সভানেত্রী (সমতল) পাপিয়া ঘোষ বলেন, ‘রাজ্য একটাই। সিদ্ধান্তও একটাই হবে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় গরমে হাঁসফাঁস করছেন মানুষ। আর ‘ভিন্ন রাজ্যের যে দাবি’ তিনি করছেন তা সাধারণ মানুষকে রাজনৈতিক ভাবে উসকানি দিচ্ছেন।’
গতকাল (বুধবার) রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার কথা বলেছিলেন। তাপপ্রবাহ চলতে থাকায় শিক্ষা দফতরকে ২ মে থেকেই গরমের ছুটি চালু করার পরামর্শ দিয়েছিলেন তিনি।খবর পার্সটুডের /এনবিএস/২০২২/একে