অন্য রাজ্য দিয়ে গরু আসছে, দোষ হচ্ছে বাংলার : মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেছেন, ‘অন্য রাজ্য দিয়ে গরু আসছে, কিন্তু দোষ হচ্ছে বাংলার।’ তিনি আজ (বুধবার) রাজ্য সচিবালয় নাবান্ন সভাঘরে গরু পাচার সংক্রান্ত ইস্যুতে ওই মন্তব্য করেন।

মমতা বলেন, ‘উত্তর প্রদেশ থেকে গরু আসবে আমার রাজ্যের উপর দিয়ে আর গরু পাচারে বাংলার দোষ হবে! সীমান্ত দেখছে বিএসএফ। তাদের অধীনে রয়েছে সীমান্ত। উত্তর প্রদেশ থেকে গরু আসছে, রাজস্থান থেকে আসছে, মধ্য প্রদেশ থেকে আসছে, আমাদের সীমান্ত দিয়ে ছেড়ে দিচ্ছে, যাচ্ছে (কেন্দ্রীয় বাহিনী) বিএসএফের কাছ দিয়ে, আর দোষ হচ্ছে আমাদের। এতো মহা মুশকিল!’ তিনি বলেন, ‘কয়লা অন্য রাজ্য থেকে আমার রাজ্যে আসবে কেন? যেটা প্রয়োজনীয় আমরা অ্যালাও করি। তুমি পাঠাবে, তোমাদের কী বোঝাপড়া আমি কী করে জানব?’   

এদিকে, আজ বুধবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ডাকা কোভিড সংক্রান্ত বৈঠকে পেট্রল-ডিজেলের মূল্য নিয়ে রাজ্যকে খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাসহ বিরোধী দল শাসিত রাজ্যগুলোকে নতুন করে পেট্রোপণ্যের দাম কমাতে অনুরোধ করেছেন মোদি। কিন্তু প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের পর রাজ্য সরকারগুলো নিজেদের অবস্থান জানানোর সুযোগ পায়নি। যা নিয়ে এদিন ফুঁসে উঠেছেন মমতা। তার বক্তব্য, ‘প্রধানমন্ত্রী একতরফা কথা বলেছেন। মুখ্যমন্ত্রীদের বলতে দেওয়া হয়নি। আমার  অনুরোধ ছিল করোনার বৈঠকে এইসব নিয়ে আলোচনা করবেন না। কিন্তু এটা ওদের এজেন্ডা। আমাদের বলতে দেওয়া হয়নি।’
মমতা প্রধানমন্ত্রীকে টার্গেট করে বলেন, ‘২০১৪ সালে কেন্দ্রীয়  সরকার ক্ষমতায় আসার পর পেট্রল-ডিজেলে ১৭ লাখ৩১ হাজার ২৪২ কোটি টাকা কর নিয়েছে মোদি সরকার। আজ আপনি রাজ্যের উপর দায় চাপাচ্ছেন? আপনি নিজে সাধারণ মানুষের পকেট কেটেছেন।এটা গণতন্ত্রে এক ধরনের তোলাবাজি। গণতন্ত্রকে বুলডোজ করবেন না বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।খবর পার্সটুডের /এনবিএস/২০২২/একে

news