মোদীকে পাল্টা মমতা: গ্যাসের দাম এখনই ৩০০ টাকা কমান

 গতকাল সমস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে পেট্রপণ্যের দামে আন্তঃশুল্ক না কমানো নিয়ে অ-বিজেপি রাজ্যগুলির তীব্র সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছিলেন, লখনউয়ে পেট্রল ১০৫ টাকা লিটার আর কলকাতায় ১১৫ টাকা। রাজ্য সরকারকে রাজস্ব কৃচ্ছসাধন করে মানুষকে সুরাহা দেওয়ার কথা বলেছিলেন মোদী। ২৪ ঘণ্টার মাথায় বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে রান্নার গ্যাস নিয়ে পাল্টা দাবি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata-Modi)।

এদিন মমতা বলেন, ‘রান্নার গ্যাসের দাম এক্ষুণি ৩০০টাকা কমানো উচিত। এই সময়ে যা বাড়িয়েছে এখনই কমানো হোক।’ সেইসঙ্গে মমতা এও বলেন, গতকালের বৈঠক আসলে কোভিড নিয়ে ছিল না। ওগুলো বলবেন বলেই ডাকা হয়েছিল।

কোভিড সংক্রমণ নতুন করে মাথাচাড়া দিয়েছে। এ ব্যাপারে রাজ্যগুলির ব্যবস্থাপনা নিয়ে বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি পেট্রল-ডিজেলের প্রসঙ্গ তোলেন এবং অবিজেপি রাজ্যগুলির উদ্দেশে দাম কমানোর কথা বলেন। মমতা এদিন আরও বলেন, ‘তুমি দাম বাড়াবে আর রাজ্যের থেকে টাকা কেটে নিয়ে যাবে। রাজ্য পাবে কোথায়?’

রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি হাজার টাকায় পৌঁছে গিয়েছে। তা ছাড়া গ্রাহকদের অ্যাকাউন্টে ভর্তুকিও ঢুকছে না বলে অভিযোগ। একুশের বিধানসভা ভোটেও সিলিন্ডার নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নিয়ম করে আক্রমণ শানাতেন মমতা। বলতেন, ‘আমি দু’টাকায় চাল দেব আর সেই চাল ফোটাতে হবে হাজার টাকায়? ভাল করে বিজেপিকেই ফুটিয়ে দিন।’

মুখ্যমন্ত্রী এদিন বলেন, গতকাল প্রধানমন্ত্রী পেট্রপণ্যের দাম নিয়ে যা বলেছেন তার সবটাই নিজেদের ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলার জন্য। পর্যবেক্ষকদের মতে, মমতা এদিন বোঝাতে চান, রান্নার গ্যাসে তো রাজ্যের কোনও বিষয় নেই। তাহলে সেই দামটা মোদী সরকার কমিয়ে দিক।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news