দু’হাতে দিদির কান্না মুছে দিচ্ছে ৭ বছরের ভাই, নিঃস্বার্থ ভালবাসা দেখে চোখে জল নেটিজেনদের
ভাই-বোনের মধ্যে সম্পর্ক (Brother sister relationship) পৃথিবীর মধুরতম বন্ধনগুলির মধ্যে অন্যতম। বয়স কাছাকাছি হলে অনেক সময়েই বন্ধু হয়ে ওঠে ভাই-বোন। তবে বয়সের বেশ খানিকটা তফাৎ থাকলেও নাড়ির টান যে সত্যিই অন্যরকম, তার প্রমাণ মিলেছে সম্প্রতি ভাইরাল হয়ে যাওয়া একটি ভিডিওতে (Viral video)। সেই ভিডিওতে কান্নারত অনেকটা বড় দিদিকে নিজের সামর্থ্য মতো সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে ৭ বছরের খুদে ভাই (brother consoles crying sister), যা দেখে চোখে জল নেটিজেনদের।
ভিডিওতে দেখা যাচ্ছে, চেয়ারে বসে রয়েছেন মধ্য-কুড়ির এক তরুণী। তাঁর মুখে বিষাদের ছাপ স্পষ্ট, চোখের কোণে জল। দিদিকে কাঁদতে দেখে সাধ্যমতো সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে ৭ বছর বয়সি ভাই। ছোট্ট দুই হাতের তালুতে দিদির মুখ ধরে চোখের জল মুছে দিচ্ছে সে। জিজ্ঞাসা করছে, ‘তুমি ঠিক আছ?’
ভিডিওটি পোস্ট করেছেন ওই ভাই-বোন জুটির আর এক বোন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটা গত বছরের ঘটনা। আমার ভাই তখন খেলছিল, তখনই তার চোখে পড়ে আমার বোন কাঁদছে। খেলা ফেলে মুহূর্তের মধ্যে দিদির কাছে ছুটে আসে সে, শুধু দিদি ঠিক আছে কিনা এটুকু দেখতে। ও বোঝার চেষ্টা করছিল দিদির কী হয়েছে। বারবার আমার দিকে তাকাচ্ছিল, জিজ্ঞাসা করছিল আমি কিছু করেছি কিনা।’
‘ওর বয়স সাত বছর ঠিকই, কিন্তু এর মধ্যেই ও এতটাই পরিণত, যে দিদির কাছে বসে ও বোঝানোর চেষ্টা করছিল, এটা শুধুই একটা খারাপ দিন, খুব শিগগিরই সেটা কেটে যাবে, সব ঠিক হয়ে যাবে,’ আরও জানিয়েছেন তিনি।
ইতিমধ্যে ৬০ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন সেই ভিডিও। নিঃস্বার্থ ভালবাসার এমন নমুনা দেখে চোখে জল নেটিজেনদের। একজন লিখেছেন, ‘ঈশ্বর ওকে এবং ভাই-বোনের এই সুন্দর সম্পর্ককে আশীর্বাদ করুন।’(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শিশুরা বড়দের চেয়েও বেশি সংবেদনশীল এবং আবেগগতভাবে বেশি বুদ্ধিমান, অভিমত অন্য একজনের। ‘আমরা যে শুধু আমাদের নিষ্কলুষ মনটুকুই হারিয়ে ফেলেছি, তা নয়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আত্মার একটা বড় অংশই আমরা চিরতরে হারিয়ে ফেলেছি। সেই কারণেই আমরা এত কষ্ট পাই,’ মন্তব্য তাঁর।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে


