হাড়কাঁপানো ঠান্ডায় রাস্তায় ফেলে দিয়ে যাওয়া হয়েছিল! ফুটপাথবাসী সেই ছেলেই চলল আমেরিকায়
পাটনার (Patna) বিহতার রাস্তায় এক হাড়কাঁপানো শীতের সকালে বছর পাঁচেকের অরিজিৎকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে দিয়ে গিয়েছিল তা জানা যায়নি। বাড়ির কারওরও খোঁজও দিতে পারেনি একরত্তি। ফলে সেই রাস্তাতেই ঠাঁই হয় তার (Raised on streets)। আশেপাশের মানুষদের দয়ায় পাটনার রাস্তাতেই আরও ৩ বছর কাটিয়ে ফেলেছিল অরিজিৎ। কিন্তু কে জানত, তার ভাগ্যের চাকা হঠাৎ ঘুরে যাবে একদিন! সব ঠিক থাকলে আর কিছুদিনের মধ্যেই ফুটপাতবাসী অরিজিতের ঠিকানা হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে নতুন মা-বাবা এবং ৩ বোন অপেক্ষা করে রয়েছে তার জন্য।
জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছে বিশেষভাবে সক্ষম ৮ বছর বয়সি অরিজিৎ। সৌজন্যে, আমেরিকার ডাক্তার দম্পতি কলনেল মিলার এবং তাঁর স্ত্রী ক্যাথলিন মিলার। সুদূর মার্কিন মুলুক থেকে ভারতে এসে অরিজিতকে দত্তক নিয়েছেন এই দম্পতি (US couple adopts orphan boy)। যাবতীয় অফিসিয়াল কাজকর্ম শেষ, এখন শুধুই পাসপোর্টটুকু হওয়া বাকি অরিজিতের। তারপরেই নতুন বাবা-মার সঙ্গে আমেরিকায় উড়ে যাবে সে।
বছর দুয়েক আগে পাটনার রাজপথে বড় হওয়া অনাথ এবং বিশেষভাবে সক্ষম শিশু অরিজিতের কথা জানতে পারেন মিলার দম্পতি। তারপরেই তাঁরা ঠিক করেন, শিশুটিকে নিজেদের কাছে আনবেন তাঁরা। সেইমতো ভারতে এসে অরিজিৎকে দত্তক নেওয়ার বিষয়ে সমস্ত অফিসিয়াল কাজ সেরে গেছেন তাঁরা। দীর্ঘ সময়ব্যাপী জটিল প্রক্রিয়ার পর অবশেষে আইনিভাবে অরিজিতকে সন্তান হিসেবে পেয়েছেন দম্পতি। আপাতত অরিজিতের পাসপোর্ট করানোর জন্য আবেদন জানিয়েছেন তাঁরা। সেটুকু কাজ সম্পন্ন হলেই দত্তক সন্তানকে নিয়ে আমেরিকায় পাড়ি দেবেন চিকিৎসক দম্পতি।
কলনেল এবং ক্যাথলিনের আরও ৩ দত্তক কন্যা রয়েছে। তাঁরা জানিয়েছেন, মেয়েদের মতোই একই রকম ভালবাসার ভাগীদার হতে চলেছে ‘ছেলে’ অরিজিৎও। শিশুটিকে আমেরিকা নিয়ে যাওয়ার পর সেখানে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মিলার দম্পতি।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে


