গুজরাটে দ্বিতীয় দফার বিধানসভার নির্বাচন সম্পন্ন, আহমদাবাদে ভোট দিলেন মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাটে দ্বিতীয় দফার বিধানসভার নির্বাচন সম্পন্ন হয়েছে।

১৮২ আসন সমন্বিত গুজরাট বিধানসভার জন্য আজ (সোমবার) দ্বিতীয় দফায় ৯৩ টি আসনে নির্বাচন হয়েছে। দ্বিতীয় ধাপে সন্ধ্যা ৫টা পর্যন্ত প্রায় ৫৮ দশমিক ৫৬ শতাংশ ভোট পড়েছে। গত ২৭ বছর ধরে রাজ্যটিতে ক্ষমতায় রয়েছে হিন্দুত্ববাদী বিজেপি।   

আজ গুজরাটের আহমদাবাদের একটি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমদাবাদ, ভাদোদরা, গান্ধীনগর এবং অন্যান্য জেলাগুলোতে বিস্তৃত বিধানসভা কেন্দ্রগুলোতে ৬১টি রাজনৈতিক দলের মোট ৮৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় পর্বে, সবরকন্ঠায় সর্বোচ্চ ভোট পড়েছে ৬৫.৮৪ শতাংশ এবং সর্বনিম্ন ৫৩.১৬ শতাংশ ভোট পড়েছে আহমদাবাদে। এর আগে গত ১ ডিসেম্বর প্রথম দফায় ৮৯টি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে,  যেখানে প্রায় ৬৩ শতাংশ ভোট পড়েছিল। হিমাচল প্রদেশের পাশাপাশি গুজরাট নির্বাচনের ফল প্রকাশ হবে আগামী ৮ ডিসেম্বর। হিমাচল প্রদেশে গত ১২ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 

গুজরাটে ২০১৭ সালের শেষ বিধানসভা নির্বাচনে বিজেপি ১৮২টি আসনের মধ্যে ৯৯টি আসনে জিতে সরকার গঠন করেছিল। এখানে প্রধান বিরোধী দল কংগ্রেস জিতেছিল ৭৭টি আসন। গুজরাটে, ইতোপূর্বে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। কিন্তু এবার আম আদমি পার্টিও মাঠে রয়েছে। দলটির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গুজরাটে অনেক সমাবেশ করেছেন এবং বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে শিক্ষার মতো অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। 

অন্যদিকে, হিমাচল প্রদেশের কথা বললে, বর্তমানে সেখানেও গুজরাটের মতো হিন্দুত্ববাদী বিজেপির সরকার রয়েছে। প্রত্যেক পাঁচ বছর পর পর সরকার বদলানোর রীতি এই রাজ্যে। হিমাচল প্রদেশ বিধানসভার গত নির্বাচনে বিজেপি ৬৮টি আসনের মধ্যে ৪৪টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল। কংগ্রেস পেয়েছিল ২১টি আসন। গুজরাটের মতো হিমাচল প্রদেশেও বিজেপি, কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। 
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news