অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি লড়াই করতে পারছে না : জ্যোতিপ্রিয় মল্লিক
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি লড়াই করতে পারছে না।
তিনি আজ (রোববার) উত্তর ২৪ পরগণা জেলার মতুয়া সম্প্রদায় অধ্যুষিত ঠাকুরনগরে দলীয় একটি সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি’র প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপিকে নিশানা করে বলেন, ‘একটা ৩৪ বছরের ছেলের সঙ্গে দিল্লির লোকেরা (বিজেপি) লড়াই করতে পারছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওরা লড়াই করতে পারছে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখন অভিষেকের আতঙ্কে ভুগছেন! যার জন্য মাঝে মধ্যে উনি বলে ফেলছেন ডিসেম্বরটা কী হবে! গতকাল ছিল গভীর ষড়যন্ত্র। অভিষেককে গতকাল মেরে ফেলার ষড়যন্ত্র ছিল ওদের, জেনে রেখে দিন। ওরা পরিকল্পনা করেছিল’ বলে মন্তব্য করেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
তিনি বলেন, ‘২০২৩ সালের নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচনে এই জেলায় বিজেপিকে শূন্য করব। জেলায় ১৯৯ টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে আছে। ওরা কী লড়াই করবে, কাকে নিয়ে লড়াই করবে? ওদের দলের লোকেরাই বলছে, অনাস্থা প্রস্তাব দিয়ে আমাদের দলে নিয়ে নিন। আমরা দলে ঢুকে যেতে চাই। আমার কাছে প্রত্যেকদিন ১৫/২০ মেম্বার যোগাযোগ করছেন দলে নেওয়ার জন্য।’
রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘বিজেপি ঠাকুরনগরের ঠাকুরবাড়িকে ঘিরে রাজনীতি করে। কিন্তু তৃণমূল কংগ্রেস ঠাকুরবাড়িকে ঘিরে কোনো রাজনীতি করেনি, কখনও করবে না। ঠাকুরনগরে এসে রাজ্যের বিরোধী দলনেতা সম্প্রতি যেসব ভাষা বলে গেছেন এবং বলছেন, আমার মনে হয় বাংলায় কোনো নেতা কখনও কোনোদিন ব্যবহার করেননি বলেও মন্তব্য করেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে


