পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে অবরুদ্ধ এবং অস্থির করে তোলার চেষ্টা চলছে: তৃণমূল

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেছে, বাংলাকে আর্থিকভাবে অবরুদ্ধ এবং অস্থির করে তোলার চেষ্টা চলছে। আজ (মঙ্গলবার) দিল্লিতে সর্বদলীয় বৈঠক শেষে তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এমপি এ সংক্রান্ত মন্তব্য করেন।

আগামীকাল (বুধবার) থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। তার আগে আজ কেন্দ্রীয় সরকারের আহ্বানে দিল্লিতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর থেকে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।  

ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রেখেছে বলে ইতোপূর্বে বার বার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। সেই আবহে এবার বাংলাকে আর্থিকভাবে অবরুদ্ধ এবং অস্থির করে তোলার চেষ্টা চলছে বলে অভিযোগ করল তৃণমূল।  

আজ দিল্লিতে সর্বদলীয় বৈঠকে তৃণমূলের পক্ষে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও অন্যরা। বৈঠক চলাকালীনই রাজ্যের প্রাপ্য বকেয়ার প্রসঙ্গ তুলে ধরেন সুদীপ বাবু। বৈঠক শেষে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি বলেছি আমাদের রাজ্যকে অস্থিরতার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং অর্থনৈতিক দিক থেকে অবরোধ করার একটা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। সেই কারণে ফেডারেল স্ট্রাকচার সম্পর্কিত আলোচনা এই মুহূর্তে আমাদের দেশের লোকসভায় (সংসদের নিম্নকক্ষ) অত্যন্ত জরুরি। আমি বলেছি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো যারা খুব সম্মানজনক অবস্থায় দেশে অবস্থান করত,  উদ্দেশ্যপ্রণোদিতভাবে বর্তমানে বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, এখন আরও বেশি যে, বিভিন্ন বিরোধীদলকে লক্ষ্য করে তারা তাদের আক্রমণের নিশানা করছে। এবং সেক্ষেত্রে নিশ্চয়ই সরকারের কিছু দিক নির্দেশনা থাকে। আমরা সেজন্য বলেছি এই বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা করা দরকার। আমরা বলেছি, বিরোধীদের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা করা হচ্ছে। এটা সংসদীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক!’  ‘জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সব সময়ে লোকসভায় আলোচনা করতে দেওয়া উচিত’  বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এমপি।  

আজ দিল্লিতে সর্বদলীয় বৈঠকে ৩০টিরও বেশি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেখানে সংসদীয় প্রক্রিয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করা হয়। সংসদের শীতকালীন অধিবেশনে কোন কোন বিষয় উল্লেখ করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আজ বৈঠকের নেতৃত্বে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ও লোকসভায় বিজেপি’র উপ-দলনেতা রাজনাথ সিং। বৈঠকে রাজ্যসভার নেতা পীযূষ গোয়েল, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী ও অন্যরা উপস্থিত ছিলেন।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news