মাঝরাতে আটক উস্তাদ রশিদ খানের গাড়ি! ভোরে থানায় ছুটলেন শিল্পী, ঘুষ চাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে


 মাঝরাতে পুলিশি (Kolkata Police) হেনস্থার মুখে সঙ্গীতশিল্পী উস্তাদ রশিদ খান (Ustad Rashid Khan)! অভিযোগ, ঘুষ চাওয়া হয়েছিল তাঁর গাড়ির চালক এবং দেহরক্ষীর কাছ থেকে। তা না দেওয়া হলে বেলেঘাটা ট্র্যাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা রীতিমতো দুর্ব্যবহার করেন বলে দাবি শিল্পীর পরিবারের। এখানেই শেষ নয়, এর পরে গাড়ির চালককে আটক করে গাড়ি-সহ নিয়ে যাওয়া হয় প্রগতি ময়দান থানায়!
উস্তাদ রশিদ খানের স্ত্রী জয়িতা জানিয়েছেন, আজ ভোরে তাঁদের দেহরক্ষী গোটা ঘটনাটি বাড়িতে ফোন করে জানান। তার পরে রশিদ খান নিজে থানায় ফোন করে জানতে চান আটক করার কারণ। তখন রশিদ খানকে থানায় যেতে বলা হয় বলে অভিযোগ জয়িতাদেবীর। রসিদ খান নিজে ওই ভোররাতে থানায় পৌঁছন, তার পরে গাড়িটিকে এবং চালককে ছাড়া হয়।
জানা গেছে, গতকাল, মঙ্গলবার গভীর রাতে রশিদ খানের গাড়িতে করে বিমানবন্দরে পৌঁছে দেওয়া হচ্ছিল এক সঙ্গীতশিল্পীকে। ওই শিল্পী রশিদ খানের বাড়ি থেকেই বিমানবন্দরে যাচ্ছিলেন। পথে বেলেঘাটা ট্র্যাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা গাড়িটিকে আটকে ঘুষ চান বলে অভিযোগ।
গোটা ঘটনায় রশিদ খানের পরিবারের তরফে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনকে ফোন করে বিষয়টির কথা জানিয়েছেন তাঁরা। যোগাযোগ করেছেন কয়েকজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের সঙ্গেও। তবে এখনও থানার তরফে কিছু জানানো হয়নি, ক্ষমাও চাওয়া হয়নি। 
জয়িতাদেবী জানিয়েছেন, এই হেনস্থার কারণ কী, পুলিশের কাছে জানতে চান তাঁরা। উত্তর না পেলে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি

খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে
 

news