শুধু নিয়োগে নয়, বদলিতে দুর্নীতি হয়েছে, রিপোর্ট তলব করলেন বিচারপতি
কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রিপোর্ট পেশ করে সিবিআইয়ের সিট সোমবার দাবি করেছে যে ২১ হাজার পদে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। পরে অন্য একটি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু মন্তব্য করেন যে, শুধু শিক্ষক নিয়োগ নয়, বদলিতেও (transfer) দুর্নীতি হচ্ছে।
বিচারপতি বিশ্বজিৎ বসু এদিন বলেন, “ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। এখন দেখছি বদলিতেও দুর্নীতি হয়েছে! এটা খুবই খারাপ ইঙ্গিত দিচ্ছে।”
পুরুলিয়ার ঝালদা হাইস্কুলের এক শিক্ষক বদলির মামলায় ওই জেলার স্কুল পরিদর্শককে এদিন ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি। জেলা স্কুল পরিদর্শক বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে হাজিরা দেন। তিনি অবশ্য জানান, জেলায় নিয়মিত শিক্ষক বদলির ঘটনা ঘটছে। এবং এই বদলির কারণেই গোটা জেলার সব স্কুলের অবস্থা খারাপ। কেননা ষাট শতাংশ শিক্ষক বদলি নিয়ে অন্য জেলায় চলে গেছেন। ফলে বাধ্য হয়ে জেলার বহু স্কুল উচ্চ মাধ্যমিক বিভাগ বন্ধ করে দিতে পর্যন্ত হয়েছে।
জেলা স্কুল পরিদর্শক আরও জানান, স্কুলগুলিতে ছাত্র-শিক্ষকের অনুপাত রক্ষা করা যাচ্ছে না। ঝালদার ওই স্কুলে আগে ২১ জন শিক্ষক ছিলেন। সম্প্রতি ৮ জন বদলি নিয়ে চলে গিয়েছেন। ফলে এখন মাত্র ১৩ জন শিক্ষক রয়েছেন।
এ কথা শোনার পরে বিচারপতির নির্দেশ দিয়েছেন, ২ সপ্তাহের মধ্যে পুরুলিয়া জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শিক্ষক বদলি নিয়ে রিপোর্ট দিতে হবে। আগামী ২০ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে


