আম পেড়ে খাওয়ার অপরাধ! তিন প্রতিবেশী তরুণীকে তলোয়ার দিয়ে কোপাল বাগান-মালিক

 প্রতিবেশীর বাগান থেকে আম পেড়ে খেয়েছিলেন, সেটাই অপরাধ। সেই কারণেই তলোয়ার দিয়ে এক কিশোরী সহ তিন প্রতিবেশী তরুণীকে ক্ষতবিক্ষত করে দিল বাগানের মালিক (man attacks 3 women with sword)!

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে কেরলের (Kerala) আলাপ্পুঝা জেলার কিরিকোড় এলাকায়। অভিযুক্তের নাম জয়েস ওরফে বিজু। সূত্রের খবর, মঙ্গলবার ৪০ বছর বয়সি বিজুর প্রতিবেশী একটি পরিবারের দুই মেয়ে স্মিতা এবং মিনি, যারা সম্পর্কে পরস্পরের বোন এবং নিতু নামে আরও এক কিশোরী তার বাগান থেকে আম পেড়ে খাচ্ছিল। তা দেখতে পেয়েই খেপে ওঠে বিজু। তলোয়ার নিয়ে স্মিতা এবং মিনির দিকে তেড়ে যায় সে। দুজনকেই এলোপাথাড়ি কোপাতে শুরু করে সে। তাকে আটকাতে গিয়ে গুরুতরভাবে জখম হয় নিতুও।

চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন স্থানীয় লোকজন। তাঁরাই আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

সূত্রের খবর, স্মিতা এবং মিনির পরিবারের সঙ্গে আগে থেকেই শত্রুতা ছিল বিজুর। জানা গেছে, এই বছর ওনাম উৎসবের সময় স্মিতাদের বাড়ির সামনে শব্দবাজি ফাটাচ্ছিল বিজু। সেই নিয়েই দু-পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখনকার মতো ঝামেলা মিটে গেলেও রাগ পুষে রেখে দিয়েছিল বিজু। এরপর স্মিতা এবং মিনির তার বাগান থেকে আম পেড়ে খাওয়ার খবর শুনেই তরোয়াল নিয়ে তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে সে।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news