১২টা থেকে শুরু টেট পরীক্ষা, ৭ লক্ষ চাকরিপ্রার্থীর সঙ্গে সরকারেরও অগ্নিপরীক্ষা আজ

 আজ রবিবার রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের (primary teacher recruitment) জন্য টেট পরীক্ষা (TET 2022) অনুষ্ঠিত হতে চলেছে। ৫ বছর বন্ধ থাকার পর এবং শিক্ষক নিয়োগ নিয়ে বেলাগাম দুর্নীতি সামনে আসার পর এই প্রথমবার টেট পরীক্ষা নেওয়া হচ্ছে। রবিবার দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। যদিও পরীক্ষার্থীদের সকলকে ১১টার মধ্যেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ১১টার পর আর কাউকেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে।

পাঁচ বছর পর টেট পরীক্ষা (TET exam) নিয়ে রাজ্যজুড়েই তৎপর প্রশাসন। গোটা রাজ্যে মোট ১ হাজার ৪৫৩টি কেন্দ্রে ১১ ডিসেম্বর টেট পরীক্ষায় বসছেন ৬ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী। তাঁদের সুবিধার জন্য পরিবহণ ব্যবস্থা যতটা সম্ভব মসৃণ করার চেষ্টা করা হয়েছে সরকারের তরফে। রবিবার এমনিতেই বাস-ট্রেন-মেট্রো কম নামে রাস্তায়। কিন্তু এদিন রাজ্য সরকারের তরফে সমস্ত সরকারি বাস রাস্তায় নামানোর ব্যবস্থা করা হয়েছে। সরকারের তরফ থেকে বেসরকারি বাস সংগঠনগুলির কাছেও আবেদন জানানো হয়েছে যাতে সমস্ত বাস চালানো হয় এদিন।

শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনে সপ্তাহের অন্যান্য দিনের মতোই সমান সংখ্যক ট্রেন চালানো হবে হবে জানানো হয়েছে। রবিবার সাধারণত ১৫ মিনিট ছাড়া মেট্রো চলে। তবে এদিন ৭ মিনিট ছাড়াই চলবে মেট্রো। পরীক্ষার্থীদের জন্য ৮টি স্পেশাল মেট্রোও চলবে আজ। প্রয়োজনে ফ্রিকোয়েন্সি কমিয়ে মেট্রোর সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

রবিবার সকাল ৯.৩০ থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে পরীক্ষার্থীদের। কোনওরকম ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল নিয়ে ঢোকা যাবে না কেন্দ্রে। এবারের পরীক্ষায় পরীক্ষার্থীদের একটা সিল করা খাম দেওয়া হবে যার মধ্যেই থাকবে প্রশ্নপত্র এবং ওএমআর শিট। পরীক্ষা শেষে প্রশ্নপত্র বাড়ি নিয়ে যাওয়া যাবে এবার।

পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে মূল ওএমআর শিটের নিচে একটি ডুপ্লিকেট শিট থাকবে। মূল ওএমআর শিটে উত্তর মার্ক করলে যার ছাপ পড়বে ডুপ্লিকেট শিটেও। ওই শিটটিও বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়া সমস্ত পরীক্ষা কেন্দ্রেই ভিডিও রেকর্ডিং-এর ব্যবস্থা থাকবে, যা সরাসরি দেখা যাবে কন্ট্রোল রুম থেকে। কোনরকম সমস্যা হলেই ৬২৯২২৭৮৪৩৮ নম্বরে হোয়াটসঅ্যাপ করে পর্ষদকে জানানো যাবে। সব মিলিয়ে স্বচ্ছতা বজায় রেখে এবং প্রশ্ন ফাঁস আটকে সুষ্ঠুভাবে এবারের টেট পরীক্ষা নেওয়াই এই মুহূর্তে সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news