মোদীকে হত্যার কথা বলে বিপাকে কংগ্রেসের সিনিয়র নেতা রাজা পাতেরিয়া
ভারতের মধ্যপ্রদেশের কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক মন্ত্রী রাজা পাতেরিয়া একটি সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার কথা বলায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।
পান্নায় অনুষ্ঠিত ওই সভায় কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া বলেন, গণতন্ত্র বাঁচাতে হলে মোদীকে হত্যা করতে প্রস্তুত থাকুন। হত্যা মানে পরাজিত করা। এ নিয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন- ‘এটা বিদ্বেষের পরাকাষ্ঠা। তীব্র ঘৃণা। কংগ্রেসের প্রকৃত অনুভূতি প্রকাশ পেয়েছে। এ ধরনের ঘটনা বরদাশত করা হবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে।’
তিনি আরও বলেন, ‘মোদীজি মানুষের হৃদয়ে আছেন। তিনি সমগ্র দেশের শ্রদ্ধা ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু। ওরা ময়দানে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না, তাই কংগ্রেস নেতারা মোদীজিকে হত্যার কথা বলছেন।’
মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র কংগ্রেস নেতা রাজা পাতেরিয়ার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পান্নার পওয়াই থানায় কংগ্রেস নেতা রাজা পাতেরিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ওই ইস্যুতে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের পর কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া সাফাইতে বলেছেন, তিনি গান্ধীজির অনুসারী এবং গান্ধীজির অনুসারী হত্যার বিষয়ে কথা বলতে পারেন না। বক্তব্যের ভিডিওটি ভুলভাবে প্রচার করা হচ্ছে।
গতকাল পান্না জেলার মান্দালামে কর্মীদের সঙ্গে কথা বলছিলেন কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া। এসময়ে তিনি বলেন- মোদী নির্বাচন শেষ করবেন। ধর্ম, বর্ণ, ভাষার ভিত্তিতে বিভাজন সৃষ্টি করবেন মোদী। দলিত, আদিবাসী ও সংখ্যালঘুদের ভবিষ্যৎ জীবন হুমকির মুখে। সংবিধান বাঁচাতে হলে মোদীকে মারতে প্রস্তুত হও।
এরপরেই এনিয়ে তীব্র বিতর্ক শুরু হলে আজ সোমবার রাজা পাতেরিয়া সাফাই দিয়ে বলেন, যে ভিডিয়োটি ভাইরাল হচ্ছে সেটি কার্ড বিতরণের সময়কার ভিডিয়ো। ওই ভিডিয়োতে বিষয়টি ভুলভাবে বলা হচ্ছে। আমি গান্ধীজির অনুসারী। আমি এ ধরণের কথা বলতে পারি না।
তিনি বলেন, ‘হত্যা’ বলতে আসলে রাজনৈতিক পরাজয়ের কথা বুঝিয়েছেন। তিনি গান্ধীজির অহিংসার আদর্শ অনুসরণ করেন এবং তিনি বোঝাতে চেয়েছিলেন যে, সংখ্যালঘুদের সুরক্ষার জন্য প্রধানমন্ত্রী মোদীকে নির্বাচনে হারানো প্রয়োজন।
এ ধরণের ভিডিয়ো প্রকাশ্যে আসার পর প্রতিক্রিয়া জানিয়ে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেন, ‘এ ধরণের মন্তব্য থেকে বোঝা যায় যে, বর্তমানে কংগ্রেস আর মহাত্মা গান্ধীর কংগ্রেস এক নয়। এটা ইতালির কংগ্রেস। যা মুসোলিনি মানসিকতায় আক্রান্ত।’
ওই ঘটনাকে ‘অমার্জনীয় অপরাধ’ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ ভেঙ্কটেশ যোশী।
রাজা পাতেরিয়ার মন্তব্য প্রসঙ্গে কংগ্রেস নেতা ও সাবেক মন্ত্রী সজ্জন ভার্মা বলেছেন, আমি তার মন্তব্য টিভিতে দেখেছি। রাজনৈতিক ও সামাজিক জীবনে থাকলে শব্দ চয়ন করতে হয় সাবধানে। সাবধানতার সঙ্গে কথা বলতে হবে। কংগ্রেস দলের একজন সিনিয়র নেতা হিসেবে আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করছি। আমি আশা করি যে তার প্রধানমন্ত্রীত্বের সময়কাল যা-ই হোক না কেন, তিনি তা সফলভাবে সম্পন্ন করবেন এবং জাতি গঠনে তার ভূমিকা পালন করবেন।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে