রাস্তায় হাঁটছে কিশোরী, অ্যাসিড ছুড়ে পালাল দুই যুবক! ভাইরাল দিল্লির শিউরে ওঠা ভিডিও


 বাইকে করে এসে ১৭ বছরের ছাত্রীর (Delhi Schoolgirl) মুখে অ্যাসিড ছুড়ে (Acid Attack) পালাল দুই দুষ্কৃতী! আজ, বুধবার দিল্লির দ্বারকা এলাকার এই ঘটনায় কিশোরীর বয়ান অনুযায়ী একজন সন্দেহভাজনকে আটকও করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ওই কিশোরী। তার চোখ মারাত্মকভাবে ঝলসে গেছে বলে জানা গেছে।
এই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে। অচিরেই তা ভাইরাল (Viral Video) হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। দেখে শিউরে উঠছেন সকলে। দিল্লির মহিলা কমিশনের তরফেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাস্তা দিয়ে হাঁটছেন দুই কিশোরী। হঠাত বাইকে করে এল দুই যুবক। তাদের মুখ ঢাকা। কাছে এসে এক কিশোরীর মুখে তরলজাতীয় কিছু একটা ছুড়ে দিয়ে পালিয়ে গেল তারা। যন্ত্রণায় কাতরে মাটিতে বসে পড়ে ওই কিশোরী। পরে দেখা যায়, স্থানীয়রা ছুটে এসে মুখ ধুইয়ে দিচ্ছেন মেয়েটির।
দেখুন সেই ভিডিও। 

কারা কেন এমন হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। তবে হাসপাতালে চিকিতসারত অবস্থায় পুলিশের কাছে দু’জনের নাম বলেছে ওই কিশোরী। সেই ভিত্তিতেই আটক করা হয়েছে একজনকে।
কিশোরীর বাবা বলেন, ‘আমার দুই মেয়ে, ১৩ আর ১৭ বছর বয়স। ওরা রোজ একসঙ্গেই স্কুলে যায়। আজও তাই যাবে বলে বেরিয়েছিল। একটু পরেই ছোটমেয়ে ছুটতে ছুটতে বাড়ি এসে বলল, দিদির ওপর অ্যাসিড হামলা হয়েছে! কে কেন এমন করল, জানি না। কেউ যে মেয়েকে উত্ত্যক্ত করছিল, তাও কখনও জানতে পারিনি। জানলে একা ছাড়তাম না।’
দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল এই ঘটনায় টুইট করে লেখেন, ‘দিনের আলোয় সবার সামনে এভাবে অ্যাসিড ছোড় হল ছাত্রীকে! এতেই বোঝা যায়, অ্যাসিডের বিক্রি মোটেও বন্ধ হয়নি। আর কবে ঘুম ভাঙবে প্রশাসনের!’


খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news