২৪ দিনে কোভিডে মৃত্যু হয়েছিল এক বাড়ির আটজনের, ভরা সংসার যেন শ্মশান!
পেল্লায় বাড়ি। আটটা ঘর। সারাক্ষণ গমগম করছে লোকলস্করে। সেই বাড়িটাই যেন শ্মশান হয়ে গিয়েছে। কয়েকটা মানুষ শুধু টিকে রয়েছেন বুকে যন্ত্রণা চেপে। আর হইহই লেগে থাকা বাড়িটা এখন যেন ভুতুড়ে বাড়ি। গা ছমছম করে!
লখনউয়ের অদূরে ইমালিয়া গ্রাম। সেখানেই যাদব পরিবার থাকে। গত বছর কোভিডের (Covid) দ্বিতীয় ঢেউয়ের সময়ে এই বাড়িরই আট জনের প্রাণ গিয়েছিল। মাত্র ২৪ দিনের ব্যবধানে মৃত্যু হয়েছিল আট জনের।
২৬ এপ্রিল প্রথম মৃত্যু হয় এই বাড়ির মেজো ছেলে ৪৫ বছর বয়সী নিরঙ্কর যাদবের। ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়। তাঁর স্ত্রী সীমা সিং বলেন, “বাড়িটা কী ছিল আর কী হয়ে গেল। খা খা করে। বেঁচে থাকতেও ইচ্ছে হয় না আর। শুধু আমার দুই ছেলের জন্য আমায় বেঁচে থাকতে হবে।”
যাদব পরিবারের চার ভাই, দুই বোন, মা ও কাকিমার মৃত্যু হয়েছিল গতবছর ২৪ দিনের ব্যবধানে। প্রতি তিন দিন অন্তর এক জনের প্রাণ কেড়েছিল কোভিড। নিরঙ্করের স্ত্রী বলছেন, “শাশুড়ি ও কাকি শাশুড়ির নয় বয়স হয়েছিল। তাঁদের নানান অসুখও ছিল। কিন্তু বাকিদের তো তেমন কিছু ছিল না। খেতে খাটা লোক সব। আমার দুই ননদও শারীরিক ভাবে সবল ছিলেন। কিন্তু কোভিড আমাদের সব কেড়ে নিয়েছে। এমন পরিস্থিতি যেন কারও না হয়।”
আবার চতুর্থ ঢেউ চোখ রাঙাচ্ছে। গত কয়েকদিন ধরে দেশে দৈনিক সংক্রমণও বাড়ছে। এই পরিস্থিতিতে যাদব পরিবারের বড় বউ কুসমা দেবী বলেন, “ঈশ্বরকে ডাকি, যে বিভীষিকার মধ্যে আমরা রয়েছি তা যেন আর কারও সঙ্গে না হয়। এই মহামারী থেকে মুক্ত হোক দুনিয়া।”খবর পার্সটুডের/এনবিএস/২০২২/একে