ম্যানিলায় সিন্ধু গর্জন, এশীয় চ্যাম্পিয়নশিপের শেষ চারে ভারতের ব্যাডমিন্টন রানি

 দুরন্ত ছন্দে বিরাজ করছেন পি ভি সিন্ধু (P V Sindhu)। ম্যানিলায় এশীয় চ্যাম্পিয়নশিপের (Asian Championship) সেমিফাইনালে স্থান করে নিলেন ভারতীয় ব্যাডমিন্টন (Badminton) রানি। তিনি কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন চিনের প্রতিপক্ষ বিং জিয়াওয়কে। সিন্ধুর পক্ষে ফল ২১-৯, ১৩-২১, ২১-১৯।

এক ঘন্টা ১ ঘন্টা ১৬ মিনিটের রুদ্ধশ্বাস ম্যাচে লড়াই করে জিতেছেন। টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ জয়ী তারকাকে হারাতে দুরন্ত খেলতে হয়েছে সিন্ধুকে।
কোয়ার্টার ফাইনালের প্রথম সেটে পঞ্চম বাছাই চিনের প্রতিপক্ষকে দাঁড়াতেই দিলেন না হায়দরাবাদি শাটলার। ২১-৯ ব্যবধানে জিতে যান তিনি। তবে দ্বিতীয় সেটে দুরন্তভাবে ফিরে আসেন। ১৩-২১ ব্যবধানে সিন্ধুকে হারিয়ে সমতা ফিরে পান।

ম্যাচের সমস্ত উত্তেজনা অপেক্ষা করেছিল তৃতীয় সেটে। শুরুটা দুরন্ত করেন সিন্ধু। ১-২ ব্যবধান থেকে টানা পাঁচ পয়েন্ট জিতে ৭-২ ব্যবধান করে ফেলেন তিনি।
একটা সময় সিন্ধুর পক্ষে ফল ছিল ১৬-৯। সেখান থেকে টানা ৬ পয়েন্ট তুলে নিয়ে ব্যবধান ১৬-১৫ তে নিয়ে আসেন চিনের শাটলার। এরপর স্নায়ুর লড়াইয়ে বাজিমাত সিন্ধুর।

প্রসঙ্গত, ভারতের একমাত্র তারকা হিসেবে এশীয় চ্যাম্পিয়নশিপে খেতাব জিতেছেন দীনেশ খান্না। ৫৭ বছর আগে ১৯৬৫ সালে এই টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণেই সোনা জিতেছিলেন তিনি। ১৯৬৯ সালে ব্রোঞ্জও জেতেন দীনেশ খান্না।

২০১৪ সালে এশীয় চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু। এবার আসরে রীতিমতো ভাল খেলছেন তিনি। বিশেষজ্ঞদের ধারণা, সিন্ধু যেভাবে বিপক্ষকে হারাচ্ছেন, তাতে করে এবারও সোনা জয় আসতেই পারে।”খবর পার্সটুডের/এনবিএস/২০২২/একে

news