তৃণমূল নেতা সমরেন্দুকে গ্রেফতার করল সিবিআই

 দিন তিনেক আগে বেশ খানিকক্ষণ জেরা করার পর তাঁকে ছেড়ে দিয়েছিল সিবিআই। অবশেষে শুক্রবার সন্ধ্যায় হাঁসখালি (Hanskhali) গণধর্ষণে মূল অভিযুক্ত ব্রজ গোয়ালার বাবা স্থানীয় তৃণমূল নেতা সমরেন্দু গোয়ালাকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি।

এর আগের দিন ধর্ষণে অভিযুক্ত ছেলের মুখোমুখি বসিয়ে বাবাকে জেরা করেছিল সিবিআই। কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। এদিন ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। কিন্তু এদিন আর ছাড়া হল না। সমরেন্দুকে গ্রেফতারই করল সিবিআই।

ইতিমধ্যেই সিবিআই জানতে পেরেছে, ধর্ষণ করার আগে হাঁসখালির নাবালিকাকে মাদক খাওয়ানো হয়েছিল। এমনকি গাঁজাও খাওয়ানো হয়েছিল মেয়েটিকে। মাদকাসক্ত অবস্থাতেই তাকে নির্যাতন চালায় ব্রজ এবং তার বন্ধুরা। ওইদিন ব্রজর জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল মেয়েটি।

 হাঁসখালির নাবালিকার পরিবার অভিযোগ করেছিল যে, ব্রজগোপাল গোয়ালার জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফেরার পর থেকে তাঁদের মেয়ের পেটে অসহ্য ব্যথা শুরু হয়। রক্তপাত হতে শুরু করে। ব্যথা বাড়ায় প্রথমে স্থানীয় এক কোয়াক ডাক্তারের কাছে গিয়েছিলেন তার মা। কিন্তু বাড়ি ফিরে তিনি দেখেন মেয়ে আর বেঁচে নেই। এর পর ৫ এপ্রিল ভোর রাতে ওই নাবালিকার সৎকার করা হয়। এ জন্য পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

কলকাতা হাইকোর্টের নির্দেশে হাঁসখালিতে নাবালিকা ধর্ষণের ঘটনার তদন্ত করছে সিবিআই। গোয়েন্দারা তদন্তে জানতে পারেন, এই ঘটনায় অন্যতম অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা সমরেন্দুর ছেলে ব্রজগোপাল ও তার বন্ধু প্রভাকর পোদ্দার। ব্রজগোপাল ও প্রভাকর আগেই গ্রেফতার করেছিল পুলিশ। তারা এখন সিবিআই হেফাজতে রয়েছে।খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে

news