নিয়োগের দাবিতে বিক্ষোভ! মুদিয়ালির পিএসসি অফিসের সামনে চাকরি প্রার্থীদের অবস্থান

 খাদ্য দফতরে ফুড ইন্সপেক্টর (Food Inspector) পদে নিয়োগ নিয়ে শুক্রবার ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় মুদিয়ালির পিএসসি ভবনের সামনে। তাঁদের অভিযোগ আদালত নির্দেশ দিলেও পিএসসি প্যানেলে থাকা প্রার্থীর অ্যাপয়ন্টমেন্ট লেটার দিচ্ছে না। প্রবল তাপপ্রবাহের মধ্যেই তাঁরা এদিন বিক্ষোভ ধর্ণায় বসে পড়েন ও স্লোগান দিতে থাকেন।

পুলিশ বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ করলেও অনড় থাকেন প্রার্থীরা। এর পর ডিসি সাউথের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে বিক্ষোভকারীদের জোর করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। গরমের কারণে অসুস্থও হয়ে পড়েন বেশ কয়েকজন চাকরি প্রার্থী।

বিক্ষোকারীদের অভিযোগ, ২০১৯ সাল থেকে আইনি জটিলতার কারণে এই নিয়োগ আটকে রয়েছে। এ ব্যাপারে আদালতের শুনানির পর নিয়োগপত্র দেওয়ার পিএসসিকে নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু প্যানেলের ৯১৭ জনের মধ্যে মাত্র ১০০ জন চাকরি পেয়েছেন। বাকিদের মেডিকেল ও অন্যান্য ভেরিফিকেশন হয়ে গেলেও নিয়োগের চিঠি পাননি। দেড় বছর ধরে তাঁরা অপেক্ষা করছেন। কবে থেকে প্রক্রিয়া শুরু হবে তা নিয়েও কেউ কিছু জানাচ্ছেন না।

এই নিয়োগ নিয়ে পুরো দায় পিএসসির দিকে ঠেলেছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তাঁর কথায়, পিএসসির পাঠানো লিস্টের ওপর ভিত্তি করেই নিয়োগ হয়। তাঁর সাফ কথা, এই বিষয়ে তাঁর কিছু বলার নেই। পিএসসি লিস্ট পাঠালেই পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে

news