সংশোধিত নাগরিকত্ব আইনের নামে বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে : অভিষেক
ভারতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপিকে নিশানা করে বলেছেন, ‘সিএএ’ বা সংশোধিত নাগরিকত্ব আইনের নামে বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে।
তিনি আজ (শনিবার) বিকেলে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রাণাঘাটে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিজেপি বলেছিল, আমরা সংশোধিত নাগরিকত্ব আইন (‘সিএএ’)আনব। ২০১৯ সালের ডিসেম্বর মাসে খুব সম্ভবত ১৩ তারিখে সেই বিল আইনে পরিণত হয়েছে। কিন্তু তিন বছর অতিক্রান্ত হয় গেলেও সেই আইনের এখনও পর্যন্ত রুল ফ্রেম হয়নি! এটা একমাত্র ভারতীয় আইন যা আইনসভায় পাস হওয়ার পরেও তার রুল এখনও পর্যন্ত ফ্রেম হয়নি। যত আইন পাস হয়েছে, সব আইনের রুল এক মাস/দেড় মাসের মধ্যে তৈরি হয়েছে। তাহলে সিএএ’র জন্য এত সময় লাগছে কেন? তার কারণ, মানুষকে বোকা বানানো। মানুষকে ভুল বোঝানো।’
অভিষেক বলেন, ‘এখানে পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে আপনাদের একটা সমস্যা আছে, রানাঘাট, কৃষ্ণনগর এবং বনগাঁর ডিআইবিতে আপনাদের ভোগান্তির শিকার হতে হয়েছে। আমি আপানদের কাছে তিন মাস সময় চাইব, এটা সরলীকরণ করে ওই সমস্যা যাতে না থাকে রাজ্য সরকার অগ্রাধিকার দিয়ে বিষয়টা দেখবে।’
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি মনে করি ‘সিএএ’র কথা বলে রাণাঘাট এবং বনগাঁর মানুষদের এরা অপমানিত করছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আপনারা ভোট দিয়ে পঞ্চায়েতের প্রধান নির্বাচিত করেছেন, আপনারা ভোট দিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি/সদস্য নির্বাচিত করেছেন, জেলা পরিষদ নির্বাচিত করেছেন, মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছেন, প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। আপনারা যদি অবৈধ হন, তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী অবৈধ, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, প্রতিরক্ষামন্ত্রী অবৈধ, রেলমন্ত্রী অবৈধ। তাহলে তো সবাই অবৈধ!’
অভিষেক বলেন, ‘অসমে কী হয়েছে আপনারা দেখেছেন? ‘সিএএ’র নাম করে ১৯ লক্ষ লোককে বাদ দিয়ে দিয়েছে! তার মধ্যে ১২ লক্ষ হিন্দু বাঙালি! ১৯ লক্ষ লোককে বাদ দিয়ে দিয়েছে, তাদের ঠাই এখন ডিটেনশন ক্যাম্প! তাদের মধ্যে ১২ লক্ষ হচ্ছে হিন্দু বাঙালি। একইভাবে আপনাদেরকেও ওরা প্রতারিত করার চেষ্টা করছে’ বলেও মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি।
খবর পার্সটুডে/এনবিএস/ ২০২২/একে
ভারতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপিকে নিশানা করে বলেছেন, ‘সিএএ’ বা সংশোধিত নাগরিকত্ব আইনের নামে বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে।
তিনি আজ (শনিবার) বিকেলে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রাণাঘাটে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিজেপি বলেছিল, আমরা সংশোধিত নাগরিকত্ব আইন (‘সিএএ’)আনব। ২০১৯ সালের ডিসেম্বর মাসে খুব সম্ভবত ১৩ তারিখে সেই বিল আইনে পরিণত হয়েছে। কিন্তু তিন বছর অতিক্রান্ত হয় গেলেও সেই আইনের এখনও পর্যন্ত রুল ফ্রেম হয়নি! এটা একমাত্র ভারতীয় আইন যা আইনসভায় পাস হওয়ার পরেও তার রুল এখনও পর্যন্ত ফ্রেম হয়নি। যত আইন পাস হয়েছে, সব আইনের রুল এক মাস/দেড় মাসের মধ্যে তৈরি হয়েছে। তাহলে সিএএ’র জন্য এত সময় লাগছে কেন? তার কারণ, মানুষকে বোকা বানানো। মানুষকে ভুল বোঝানো।’
অভিষেক বলেন, ‘এখানে পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে আপনাদের একটা সমস্যা আছে, রানাঘাট, কৃষ্ণনগর এবং বনগাঁর ডিআইবিতে আপনাদের ভোগান্তির শিকার হতে হয়েছে। আমি আপানদের কাছে তিন মাস সময় চাইব, এটা সরলীকরণ করে ওই সমস্যা যাতে না থাকে রাজ্য সরকার অগ্রাধিকার দিয়ে বিষয়টা দেখবে।’
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি মনে করি ‘সিএএ’র কথা বলে রাণাঘাট এবং বনগাঁর মানুষদের এরা অপমানিত করছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আপনারা ভোট দিয়ে পঞ্চায়েতের প্রধান নির্বাচিত করেছেন, আপনারা ভোট দিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি/সদস্য নির্বাচিত করেছেন, জেলা পরিষদ নির্বাচিত করেছেন, মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছেন, প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। আপনারা যদি অবৈধ হন, তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী অবৈধ, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, প্রতিরক্ষামন্ত্রী অবৈধ, রেলমন্ত্রী অবৈধ। তাহলে তো সবাই অবৈধ!’
অভিষেক বলেন, ‘অসমে কী হয়েছে আপনারা দেখেছেন? ‘সিএএ’র নাম করে ১৯ লক্ষ লোককে বাদ দিয়ে দিয়েছে! তার মধ্যে ১২ লক্ষ হিন্দু বাঙালি! ১৯ লক্ষ লোককে বাদ দিয়ে দিয়েছে, তাদের ঠাই এখন ডিটেনশন ক্যাম্প! তাদের মধ্যে ১২ লক্ষ হচ্ছে হিন্দু বাঙালি। একইভাবে আপনাদেরকেও ওরা প্রতারিত করার চেষ্টা করছে’ বলেও মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি।
খবর পার্সটুডে/এনবিএস/ ২০২২/একে


