তৃণমূল ফুল টিম তৈরি করে ফেলল ত্রিপুরায়, রাজীবের নেতৃত্বে কারা পেলেন সুযোগ 

বাংলায় জিতেই ভিনরাজ্যে পাখির চোখ করেছিল তৃণমূল। তাদের প্রথম টার্গেট ছিল ত্রিপুরা। কিন্তু ত্রিপুরার রাজ্য কমিটি গঠন না করে তারা গুরুত্ব দিয়েছিল গোয়াকে। গোয়া বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে জিততে চেয়েছিল তৃণমূল। এবং সেই লক্ষ্যে গোয়ায় রাজ্য কমিটি গঠন করেছিল তারা। এবার ত্রিপুরায় রাজ্য কমিটি গঠন করে ফের যুদ্ধ জারি করে দিল তৃণমূল। রাজীব বন্দ্যোপাধ্যায়কে ত্রিপুরার দায়িত্ব দিল তৃণমূল গোয়ার পর তৃতীয় রাজ্য হিসেবে ত্রিপুরায় রাজ্য কমিটি গঠন করল বাংলার শাসকদল তৃণমূল।
 এই রাজ্যের ইনচার্জ করা হল রাজীব বন্দ্যোপাঘ্যায়কে। বাংলার প্রাক্তনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে ত্রিপুরার দায়িত্ব দিল তৃণমূল। রাজ্য সভাপতি হলেন ত্রিপুরার প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুবল ভৌমিক। ৬ সদস্যের সম্পাদকমণ্ডলীবিশিষ্ট রাজ্য কমিটি গঠন করা হয়েছে। এই রাজ্য কমিটিতে মোট সদস্য সংখ্যা ১৩২। ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য কমিটি তৃণমূলের শুক্রবার তৃণমূলের তরফে ঘোষণা করা হয়েছে রাজ্য কমিটি। রাজ্য কমিটি গঠন করে তারা বুঝিয়ে দিয়েছে আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে তারা ফের প্রস্তুতি নিচ্ছে ত্রিপুরায়।
 ত্রিপুরায় বিজেপিকে হারানোর যুদ্ধে এবারও তারা নামবে। রাজীব বন্দ্যোপাধ্যায়কে আগেই দেওয়া হয়েছিল ত্রিপুরার দায়িত্ব। এদিন রাজ্য কমিটি গঠন করে তাঁর উপরই দায়িত্ব অর্পণ করা হল সরকারিভাবে। তৃণমূল বুঝিয়ে দিল ২০২৩-এর যুদ্ধ জয়ের জন্য তারা তৈরি রাজীব বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি করা হয়েছে সুবল ভৌমিককে। এছাড়া রাজ্য কমিটির সম্পাকমণ্ডলীতে রয়েছেন সুস্মিতা দেব, আশিস দাস, আশিসলাল সিং, ভৃগুরাম রিয়াং, মামন খান। 
মোট ১৩২ জনের রাজ্য কমিটি ঘোষণা করে তৃণমূল বুঝিয়ে দিল ২০২৩-এর যুদ্ধ জয়ের জন্য তারা তৈরি। তৃণমূলের ১৩২ জনের রাজ্য কমিটিতে কোন পদে কত তৃণমূলের ১৩২ জনের রাজ্য কমিটিতে ৮ জন রয়েছে সহ সভাপতি। পাঁচ জনকে করা হয়েছে সাধারণ সম্পাদক, ১৪ জন সম্পাদক রয়েছেন। ৭ জন যুগ্ম সম্পাদক এবং ৭২ জন কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।
 শুক্রবার একইসঙ্গে ঘোষণা করা হয়েছে যুব কমিটিও। এই যুব কমিটির নেতৃত্বে রয়েছেন শান্তনু সাহাও। মহিলা কমিটিও গঠন করেছে তৃণমূল। সেই কমিটির মাথায় রয়েছেন পান্না দেব। কোন সম্প্রদায়ের কত প্রতিনিধি তৃণমূলের রাজ্য কমিটিতে রাজ্যে পূর্ণ শক্তি নিয়েই নামতে চলেছে তৃণমূল। সেই কারণে ২৭ জন মহিলাকে কমিটিতে স্থান দিয়ে মহিলাকেন্দ্রিক সমস্যা সমধানে ভূমিকা নিতে চাইছে তৃণমূল।
 রাজ্যের মহিলারাই যে তৃণমূলের টার্গেট তা এই পরিকল্পনার মধ্যে বুঝিয়ে দিতে চাইছে তৃণমূল। এছাড়া রাজ্য কমিটিতে অনগ্রসর শ্রেণি, তফশিলি জাতি ও উপজাতিদের গুরুত্ব দেওয়া হয়েছে। মোট ১৬ জন তফশিলি জাতি, ও ১৮ জন তফশিলি উপজাতি প্রতিনিধি রাখা হয়েছে রাজ্য কমিটিতে। অনগ্রসর শ্রেণির প্রতিনিধি রয়েছেন ৩২ জন। মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি ১৪ জন। খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে

news