রামদেবের মিটিংয়ে স্ক্রিনজুড়ে পর্নোগ্রাফি, ‘কামদেব’টি কে?

পতঞ্জলি হেলথ রিসার্চ সেন্টারের মিটিং চলছিল। জুমের মাধ্যমে অনলাইনে মিটিংয়ের আয়োজন করা হয়েছিল। দেশের বিভিন্ন এলাকার পতঞ্জলি যোগপীঠের (Patanjali Yogpeeth) সদস্যরা যোগ দিয়েছিলেন সেই মিটিংয়ে। সবাই যখন গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত, সেই সময় আচমকাই স্ক্রিনে ভেসে উঠল পর্ন ভিডিও (pornography)! ঘটনায় ইতিমধ্যেই মিটিংয়ে অংশ নেওয়া এক যুবকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করেছে পুলিশ।

সূত্রের খবর, পতঞ্জলি যোগপীঠের সারা দেশের বিভিন্ন শাখা সদস্যরা তো বটেই, বিদেশ থেকেও অনেকে উপস্থিত ছিলেন ওই জুম-মিটিংয়ে। ছিলেন অনেক মহিলাও। সেই সময় আচমকাই মহারাষ্ট্রের পুনের ইয়েরওয়াড়ার বাসিন্দা একশ নামে এক তরুণ ভুলবশত একটি অশালীন ভিডিও আপলোড করে দেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

এই ঘটনার পরেই পতঞ্জলির পক্ষ থেকে উত্তরপ্রদেশের হরিদ্বার জেলার ভদ্রাবাদ থানায় একটি এফআইআর দায়ের করেন কমল ভাদোরিয়া এবং শিবম ওয়ালিয়া। আকাশের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে 

news