লিভ-ইন সঙ্গীকে খুন করে জঙ্গলে ফেলে দিয়েছিল, করেছিল নিখোঁজ ডায়েরিও! গ্রেফতার অভিযুক্ত
কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়েছিল কেউটে। শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের রহস্য সমাধানে নেমে একের পর এক অন্য খুনের সন্ধান পেয়েছিল পুলিশ। তার মধ্যেই একটি ঘটনা সামনে এসেছিল যেখানে লিভ ইন সঙ্গীকে হত্যা করে (Man Kills Live-In Partner) জঙ্গলে ফেলে দিয়েছিল প্রেমিক। পরে থানা এসে নিখোঁজ ডায়েরিও (Missing diary) করেছিল। ৭ মাস পর সেই ঘটনায় অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করল পুলিশ।
সূত্রের খবর, গত ২০ মে হিমাচল প্রদেশে বেড়াতে এসে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক তরুণী। তাঁর প্রেমিক রামন সেই ঘটনায় ইন্দিরাপুরম থানায় নিখোঁজ ডায়েরি করেছিল। সে জানিয়েছিল, তার স্ত্রী নাকি হঠাৎ করেই উধাও হয়ে গেছে। যদিও বেশ কয়েকমাস কেটে গেলেও সেই রহস্যে কিনারা করতে পারেনি পুলিশ। কিন্তু শ্রদ্ধা ওয়াকার খুনের তদন্তে নামার পরেই সেই রহস্যের জট ছাড়ে। শ্রদ্ধার দেহাংশের খোঁজ করার সময় হিমাচল প্রদেশে কুলুর জঙ্গল থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, রামনের লিভ-ইন সঙ্গীর দেহ সেটি।
এরপরেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। রামনকে জিজ্ঞাসাবাদের পর উঠে আসে আসল তথ্য। পুলিশ সূত্রে জানা গেছে, ২ বছরের মেয়েকে নিয়ে রামনের সঙ্গে থাকতেন তরুণী। তিনি প্রেমিককে বিয়ে করতে চাইলেও তাতে রাজি ছিল না রামন। সেই নিয়ে দুজনের মধ্যে অশান্তি লেগে থাকত। গত মে মাসে যুগলে একত্রে হিমাচল প্রদেশে ঘুরতে এসেছিল। সেই সময় একই ইস্যুতে ঝামেলা হওয়ায় একদিন রাগের মাথায় প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করে রামন। তারপর তাঁর দেহ ফেলে দেয় কুলুর জঙ্গলে।
জেরার মুখে প্রেমিকাকে খুন করার কথা স্বীকার করেছে অভিযুক্ত। তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে


