আচমকা হাসপাতালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ
আচমকা হাসপাতালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। সোমবার দুপুর ১২টা নাগাদ দিল্লির এইমসের (Delhi AIIMS) বিশেষ ওয়ার্ডে ভরতি করা হয়েছে বলে সূত্রের খবর। তবে কেন্দ্রীয় মন্ত্রীর ঠিক কী হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
সূত্রের খবর, এদিন দুপুর ১২টা নাগাদ কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বিশেষ কেবিনে ভরতি করা হয়। যদিও সংবাদ সংস্থা এএনআই সরকারি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, বার্ষিক রুটিন চেক আপের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী হাসপাতালে ভরতি হয়েছেন। এইমসের তরফে এনিয়ে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।
অন্য়দিকে আবার সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ৬৩ বছরের সীতারমণ আপাতত স্থিতিশীল। তবে ঠিক কী কারণে হাসপাতালে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। সরকারের তরফে কিছু এখনও জানানো হয়নি।
সংবাদ প্রতিদিন/এনবিএস/২০২২/একে


