মোদীর মন্ত্রক থেকে সুন্দর পিচাই-সলমন খান, মাস্কের টুইটার থেকে ৪০ কোটি গ্রাহকের তথ্য চুরি

টুইটার (Twitter) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা প্রথম নয়। তবে বছর শেষে গিয়ে খুব বড় টুইটার-কেলেঙ্কারির ঘটনা ঘটল।
টুইটারের (Twitter) দখল নেওয়ার পর থেকেই একের পর এক নিয়ম জারি করছিলেন টেসলা কর্তা ইলন মাস্ক। শেষে কিনা তাঁর মালিকানাধীন থাকাকালীনই বড় টুইটার-বিপর্যয় হল। কম করেও ৪০ কোটি মানুষের টুইটার অ্যাকাউন্ট থেকে গোপন ও ব্যক্তিগত তথ্য হ্যাকাররা হাতিয়ে নিয়েছে বলে দাবি। এই কোটি কোটি ইউজারদের মধ্যে নামী ব্যক্তি, সেলিব্রিটিরাও রয়েছে। ভারতের মোদী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে শুরু করে, গুগল কর্তা সুন্দর পিচাই, অভিনেতা সলমন খান, ডোনাল্ড ট্রাম্প, নাসার একটি অ্যাকাউন্ট, এনবিএ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সহ বহু সংস্থা ও ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট থেকে তথ্য চুরি গেছে বলে অভিযোগ।
যদিও এই প্রথম নয়, চলতি বছর নভেম্বরেই বিপুল সংখ্যক টুইটার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে যাওয়ার খবর সামনে এসেছিল। ফের একবার বিপাকে টুইটার। ইতিমধ্যেই এই বিপুল সংখ্যক গ্রাহকের ইউজারনেম, ইমেল, ফলোয়ার সংখ্যা, প্রোফাইল তৈরির দিন ও কয়েকটি ক্ষেত্রে ফোন নম্বর হ্যাকিং গ্রুপে ফাঁস করে দেওয়া হয়েছে। যদিও শুধুমাত্র সাধারণ ব্যবহারকারী নয়, হ্যাকারদের হাতে পৌঁছেছে একাধিক হাই প্রোফাইল ব্যক্তিত্ব ও সরকারি সংস্থার তথ্যও।
হ্যাকাররা শুধু তথ্য হাতিয়েছে তাই নয়, ইলন মাস্ককে হুমকি দিয়ে বলেছেন, ৫৪ লাখ ব্যবহারকারীর ডেটা ফাঁসের জরিমানা নিয়ে ভাবনা হলে একবার চিন্তা করে দেখুন ৪০ কোটি গ্রাহকের তথ্য চুরির জন্য কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে। হ্যাকাররা আবার এও বলেছে, একমাত্র তাদের কাছ থেকে এই তথ্য কিনে নিয়ে জরিমানার হাত থেকে রেহাই পেতে পারেন মাস্ক। টাকা দিলে এই বিপুল সংখ্যক টুইটার গ্রাহকের তথ্য ইলন মাস্কের হাতে তুলে দিতে তারা রাজি।  
গত বছর টুইটার সিইও জ্যাক ডরসির টুইটার অ্যাকাউন্টই হ্যাকারদের কবলে চলে গিয়েছিল। প্রায় ২০ মিনিট তাঁর টুইটার অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে ছিল। এই সময় সেখান থেকে বর্ণবৈষম্যমূলক ও আপত্তিজনক কথাবার্তা পোস্ট করা হয়। ফলে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি। যারা ওই অ্যাকাউন্ট হ্যাক করে, তারা নিজেদের চাকল স্কোয়াড বলে পরিচয় দিয়েছিল।

খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news