ডাক্তারদের বিরুদ্ধে সিবিআই অভিযান, বিদেশ থেকে পড়ে আসা ৭৩ জন আতস কাচের নীচে

 দেশজুড়ে ফেল করা ডাক্তার খুঁজতে তদন্তে নামল সিবিআই (CBI Probe)। কেন্দ্রীয় এজেন্সি তদন্ত শুরু করেছে ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল এবং ১৪টি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের (National Medical Council) বিরুদ্ধে।
কী অভিযোগ?
জানা গিয়েছে, বিদেশ থেকে ডাক্তারি পাশ করে আসা ৭৩ জনকে দেশে ফেরার পর যথাযথ পরীক্ষা না নিয়েই প্র্যাকটিস করার জন্য রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। 
নিয়ম হচ্ছে, বিদেশ থেকে কেউ যদি ডাক্তারি পাশ করে আসেন তাঁকে দেশে এসে স্থায়ী রেজিস্ট্রেশনের জন্য একটি পরীক্ষা দিতে হয়। তারপর ন্যাশনাল মেডিক্যাল কমিশনার বা রাজ্য মেডিক্যাল কাউন্সিল তাঁকে রেজিস্ট্রেশন দেয়। কিন্তু ৭৩ জনের ক্ষেত্রে তা হয়নি বলে অভিযোগ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই ৭৩ জনকে চিহ্নিত করেছে। যাঁরা ইউক্রেন-সহ বিভিন্ন দেশ থেকে পাশ করে এলেও দেশে ফিরে রেজিস্ট্রেশন পাওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হননি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকই সিবিআইয়ের কাছে অভিযোগ করেছিল। সেখানে বলা হয়, এই ৭৩ জন বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছেন এবং বড় প্রতারণা চক্র চলছে। যা স্বাস্থ্যের মতো জরুরি বিষয়ের উপর গভীর অভিঘাত তৈরি করবে।

ওই অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করল সিবিআই। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, অসম, উত্তরপ্রদেশ এবং বিহারে এই সংখ্যা সবচেয়ে বেশি।

খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news