তুনিশা মৃত্যু: জেরার মুখে কান্নায় ভেঙে পড়লেন প্রাক্তন প্রেমিক শীজান
অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুতে (Tunisha Sharma Death) তাঁর প্রাক্তন প্রেমিক শীজান খানকে (Sheezan Khan) গ্রেফতার করেছে পুলিশ। ২৫ ডিসেম্বর থেকে গারদে ওপারে রয়েছেন তিনি। তুনিশার মৃত্যুতে শীজানের কোনও যোগ রয়েছে কিনা সেটাই খতিয়ে দেখছে পুলিশ। তারমধ্যেই একটি চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেই ফুটেজেই দেখা গেছে, শীজান ও অন্য দু’জন তুনিশাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাচ্ছে।
এই ফুটেজ সামনে আসতেই নতুন করে তুনিশার মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে দিল। শ্যুটিং সেটে কী হয়েছিল তুনিশার সঙ্গে? সিরিয়াল সেটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অভিনেত্রীর দেহ! সেই সেটের বেশকিছু জিনিস পুলিশ বাজেয়াপ্ত করেছে তদন্তের স্বার্থে। এই পরিস্থিতিতে তুনিশার এই ভিডিও সামনে আসতেই অনেকে প্রশ্ন তুলছেন, যখন অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তখন কি তিনি বেঁচে ছিলেন?
যদিও এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এদিকে পুলিশ হেফাজতে শীজানের জেরায় উঠে আসা বয়ানে অসঙ্গতি দেখছে পুলিশ। তদন্তকারী দল সূত্রে খরব, জেরায় বার বার নিজের বয়ান পাল্টাচ্ছেন শীজান। তাই এখনও পর্যন্ত তুনিশার সঙ্গে সম্পর্ক ভাঙার আসল কারণ জানা যায়নি। পাশাপাশি এও জানা যায়নি, অভিনেত্রীর আত্মহত্যার পিছনে শীজান বা অন্য কারওর মদত রয়েছে কিনা।
সংবাদমাধ্যম সূত্রে খবর, গতকাল সোমবার শীজানকে জেরা করতে যান এক মহিলা পুলিশ অফিসার। বেশকিছু প্রশ্নের উত্তরের পরেই কান্নায় ভেঙে পড়েন অভিনেতা। এই প্রথম এমন অবস্থায় দেখা গেল অভিনেতাকে। কিন্তু কেন তিনি এমন করলেন তা জানা যায়নি।
গত ২৪ ডিসেম্বর আলিবাবা ‘দাস্তান-ই-কাবুল’-এর সেটের বাথরুম থেকে তুনিশার দেহ উদ্ধার করা হয়। অন্যদিকে, অভিনেত্রীর মা থেকে বন্ধুদের একাংশ আত্মহত্যার পিছনে শীজানকেই দায়ী করছেন। তাঁদের বক্তব্য, একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল শীজানের, ঠকিয়েছে তুনিশাকে। যা মেনে নিতে না পেরে চরম পথ বেছে নিয়েছে সে।
যদিও সম্পর্ক ভাঙার পিছনে শ্রদ্ধা ওয়াকার খুনের তথ্য খাড়া করেছিল শীজান। তিনি পুলিশকে জানিয়েছিলেন, শ্রদ্ধার নৃশংস খুনের ঘটনা পরই তাঁর মনে হয়েছিল তুনিশার সঙ্গে সম্পর্ক আর না এগোনোই ভাল! এতে দু’জনের ক্ষতি হতে পারে। এছাড়াও ধর্ম ও দু’জনের মধ্যেকার বয়েসের পার্থক্যও সম্পর্কে নানান অসুবিধা সৃষ্টি করছিল। এখন দেখার তুনিশা শর্মা মৃত্যু তদন্তে কী কী নতুন তথ্য সামনে আসে।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে


