উৎসবের মরশুমে কলকাতার অদূরে উদ্ধার ৪০ কেজি বিস্ফোরক, ধৃত ২ পাচারকারী

উৎসবের মরশুমে রাজ্যে উদ্ধার বিস্ফোরক তৈরির বিপুল মশলা। বিস্ফোরক তৈরির মশলা পাচারের অভিযোগে গ্রেপ্তার ২। মঙ্গলবার গভীর রাতে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে সোনারপুর-বামনঘাটা হাইওয়েতে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ। হাতেনাতে পাকড়াও করা হয় দুজনকে।

কলকাতা পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে সোনারপুর-বামনঘাটা হাইওয়েতে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ (Kolkata Police STF)। তল্লাশি অভিযান চলাকালীন একটি বাইক পাকড়াও করে তারা। দুজন যাত্রী ছিল বলে খবর। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। চলে তল্লাশি। তখনই ৪০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া হলুদ রঙের রাসায়নিক আসলে আর্সেনিক সালফাইড। যা দিয়ে বিস্ফোরক তৈরি করা হয় বলে সূত্রের খবর।

পুলিশ সূত্রে খবর, ধৃত দুজন বীরভূমের দুষ্কৃতী। ধৃতরা হল শেখ রমজান ওরফে লালাই (৬২) ও শেখ ফিরোজ (৩২)। দুজনই দুবরাজপুরের বাসিন্দা। উৎসবের মরশুমে তারা ওই বিস্ফোরক পদার্থ কোথা থেকে আনা এনেছিল, কোথায় নিয়ে যাচ্ছিল তা এখনও জানা যায়নি। নিজেদের হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

সংবাদ প্রতিদিন /এনবিএস/২০২২/একে
 

news