রাগে ফুঁসতে ফুঁসতে পর্যটকদের পিছনে ৩ কিলোমিটার ধাওয়া করল গণ্ডার, ভিডিও ভাইরাল

কাজিরাঙা (Kaziranga National Park) ঘুরতে যাবেন অথচ গণ্ডার দেখবেন না, তাও কি হয়? বরং বলা উচিত, মূলত কাছ থেকে একশৃঙ্গ গণ্ডার দেখার লোভেই দূর দূরান্ত থেকে কাজিরাঙায় ছুটে যান পর্যটকরা। সাফারি জিপে চড়ে কাছ থেকে বন্যপ্রাণী দেখার অভিজ্ঞতা যে অতুলনীয়, সেই অভিজ্ঞতা থাকা প্রত্যেকেই তা এক বাক্যে স্বীকার করবেন। কিন্তু ধরুন, সেই বন্যপ্রাণীও যদি আপনাকে দেখতে চায়, তাও আবার কাছ থেকে? আর সেই জন্য রীতিমতো পিছু ধাওয়া করে? সেই অভিজ্ঞতা খুব একটা সুখকর হবে না বোধহয়। সম্প্রতি তেমনই অভিজ্ঞতা হয়েছে কাজিরাঙায় ঘুরতে যাওয়া একদল পর্যটকের। গণ্ডারের তাড়া খেয়ে রীতিমতো প্রাণ হাতে করে ফিরে এসেছেন তাঁরা (Rhino Chases SUV)।
অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের সেই ঘটনার ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়ে গেছে (viral video)। তাতে দেখা যাচ্ছে, জঙ্গলের ভেতরের সরু রাস্তা দিয়ে পরপর এগিয়ে চলেছে বেশ কয়েকটি গাড়ির কনভয়। আর সেই কনভয়ের পিছু পিছু রীতিমতো দৌড়ে তেড়ে আসছে একটি গণ্ডার। তার ভয়ে চিৎকার করতে শোনা যায় গাড়িগুলির যাত্রীদের।
সর্বশেষ গাড়িটিতে থাকা এক যাত্রী ভিডিওটি রেকর্ড করেছিলেন। পরে তিনি সেটি নেটমাধ্যমে আপলোড করা মাত্রই মুহূর্তে ভাইরাল হয়ে যায় তা। জানা গেছে, কনভয়ের পিছনে তিন কিলোমিটার পর্যন্ত দৌড়ে এসেছিল গণ্ডারটি। তারপর সেটি আবার জঙ্গলে ফিরে যায়। 
এর আগে মানস জাতীয় উদ্যানের একই রকম একটি ঘটনা ভাইরাল হয়েছিল ইন্টারনেটে। সেখানেও গাড়ির পিছু পিছু ধেয়ে আসতে দেখা গিয়েছিল একটি গণ্ডারকে।
বিশেষজ্ঞদের মতে এই ধরনের ঘটনার পিছনে মূল কারণ, বন্যজন্তুদের বাসস্থানে অত্যুৎসাহী মানুষের বারবার ঢুকে পড়া। নিজেদের আবাসস্থলের বেশি কাছে মানুষ চলে আসায় উত্যক্ত বোধ করছে প্রাণীগুলি, সেই কারণেই রেগে যাচ্ছে তারা।
প্রসঙ্গত, কাজিরাঙা জাতীয় উদ্যানে বর্তমানে ২ হাজার ৬১৩টি গণ্ডার রয়েছে। তাদের সংখ্যা ক্রমশ বাড়ছে বলেই সূত্রের খবর।


 খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/কে

news