থরে থরে সাজানো লাখ লাখ টাকা, গ্রেফতার ৯, ফের পার্থ-অর্পিতার স্মৃতি ফিরল শহরে


কলকাতায় ফের টাকার পাহাড়ের খোঁজ!
রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে থরে থরে টাকা উদ্ধারের ছবি আজও চোখে ভাসে সকলের। আবারও সেই টাকার পাহাড়ের (Money Recover) খোঁজ মিলল শহরে। গোপন সূত্রে খবর পেয়ে হাওয়ালার বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল বড়বাজার থানার পুলিশ। এই ঘটনায় ৯ জনকে গ্রেফতারও করা হয়েছে।
সূত্রের খবর, সোমবার সন্ধেয় গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে তদন্তকারীরা। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ রবীন্দ্র সরণি ও এমজি রোডে তল্লাশি চালিয়ে এই বিপুল টাকা (Money Recover) উদ্ধার করে। কোথা থেকে এই বিপুল পরিমাণের টাকা এল তার হিসাব দেখাতে পারেনি ধৃতরা। 

কপিলচরণ বেহারা নামে একজনকে গ্রেফতার করে জেরা করেন তদন্তকারীরা। তাতেই টাকার খোঁজ মেলে। কপিলকে জিজ্ঞাসাবাদ করে রবীন্দ্র সরণির কাছে একটি অফিসের খোঁজ পাওয়া যায়। সেখানে অভিযান জালায় এসটিএফ। সেই অফিসে তল্লাশি চালিয়ে প্রায় ১৬ লাখ টাকা পাওয়া গেছে বলে খবর। অফিসের পাঁচজন কর্মচারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছে টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে কোনও সদুত্তর পাওয়া যায়নি। 
রপর আরও কয়েক জায়গায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লক্ষ টাকার কাছাকাছি নগদ উদ্ধার করে তদন্তকারীরা। গ্রেফতার করা হয় ৯ জনকে।
গত বছরই এমন ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা। ২২ জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ডায়মন্ড সিটি ফ্ল্যাট থেকে ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করে ইডি।  ফের ২৭ জুলাই বেলঘরিয়ার বহুতল আবাসন ‘ক্লাব টাউন হাইটস’-এও অর্পিতার নামে থাকা দু’টি ফ্ল্যাটে অভিযান চালিয়েছিল ইডি। সেখানেও বেডরুম ও টয়লেট থেকে প্রায় ২৭ কোটি ৯০ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়েছিল।


খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২৩/একে
 

news