টিআরপি বাড়াতে গিয়ে সমাজের মধ্যে বিভাজন তৈরি করবেন না : অভিষেক বন্দ্যোপাধ্যায়
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি গণমাধ্যমের উদ্দেশ্যে বলেছেন, টিআরপি বাড়াতে গিয়ে সমাজের মধ্যে বিভাজন তৈরি করবেন না। তিনি আজ (শনিবার)ডায়মন্ড হারবারে এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কোথাও কোনও খবর পেলে আপনারা প্রশাসনকে জানান। তারপর যদি প্রশাসন কোনও পদক্ষেপ গ্রহণ না করে, আপনারা নিশ্চিতভাবে যে খবর যেভাবে উপস্থাপন করার কথা আপনারা তা করবেন। কিন্তু আমি অনুরোধ করব আপনারা প্রশাসনকে সুযোগ দিন, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। টিআরপি বাড়াতে গিয়ে দয়া করে সমাজের বুকে বিভাজন তৈরি করবেন না।’
তিনি বলেন, ‘বাংলায় ১০ কোটি মানুষ, কোথাও অবাঞ্ছিত ঘটনা ঘটলে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অন্য রাজ্যে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়। মুখ্যমন্ত্রী রং না দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। যে যতবড় নেতা হোক, দোষ করলে ছাড় পাবে না। কোনও রকম কোনও ঘটনা যাতে না ঘটে, সেদিকে নজর রাখতে হবে।’
তিনি বলেন, ‘২৪ ঘণ্টা পুলিশ কর্মীরা মানুষের পাশে থাকেন, তাদের কুর্নিশ জানাই। ‘আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ যেভাবে কাজ করছে, তাদের ধন্যবাদ। আস্থা অ্যাপের মাধ্যমে যে কোনও সমস্যা মুহূর্তে পুলিশকে জানানো সম্ভব। ডায়মন্ড হারবার পুলিশ জেলা প্রথম সর্বত্র সিসি ক্যামেরায় নজরদারি শুরু করেছিল। ডায়মন্ড হারবার আজ যা ভাবে, গোটা বাংলা কাল সে কথা ভাবে। করোনার সময় পুলিশ যে ভাবে কাজ করেছে তা অভূতপূর্ব’ বলেও মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি।খবর পার্সটুডের/এনবিএস/২০২২/একে


