সোমবার নয়, রাজ্যে ইদ মঙ্গলবার, জানাল বাংলার চাঁদ দেখা কমিটি
সম্ভাবনা কম ছিল। শেষপর্যন্ত অভাবনীয় কিছু ঘটল না। রবিবার দেখা মিলল না হিজরি সনের দশম মাস ‘শাওয়াল’-এর চাঁদের। তাই কাল, সোমবার নয়, আগামী মঙ্গলবার, ৩ মে ইদ (Eid-ul-Fitr) পালিত হবে। এদিন সন্ধেয় নাখোদা মসজিদের ইমাম শফিক কাশমি একথা জানিয়েছেন।
সন্ধে ছ’টা থেকে কলকাতার চাঁদ দেখা কমিটির সদস্যরা অপেক্ষায় ছিলেন। কিন্ত চাঁদ দেখা যায়নি। এরপর বৈঠকে সিদ্ধান্ত হয়, ইদ (Eid-ul-Fitr) মঙ্গলবার হবে। কারণ সোমবার রমজানের একমাস পূর্ণ হচ্ছে।
কলকাতার চাঁদ দেখা কমিটির দাবি, সাধারণত চাঁদ প্রথম দেখা যায় সৌদি আরব, ভারতের একাংশ, ব্রিটেন, আমেরিকা-সহ ইউরোপের কয়েকটি দেশে। একদিন পরে ভারতের বাকি অংশ, পাকিস্তান, বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশে চাঁদ দেখা যায়।
বাংলাদেশেও মঙ্গলবার ইদ পালিত হবে। সৌদি আরব ছাড়াও সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং ফ্রান্স সোমবার ইদ উদযাপনের ঘোষণা দিয়েছে। এবছর নবান্নর তরফে ৩ মে ইদের ছুটি ঘোষণা করা হয়েছিল। ইদ পালিতও হচ্ছে ওইদিন, মঙ্গলবার।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে


