সফর শেষে শান্তিনিকেতনে ক্রিস্টোবাল গ্যাবারন! যোগ দেবেন বিশ্বভারতীর বিশেষ অনুষ্ঠানে
দু’দিন আগেই তিনি কলকাতায় এসেছেন। এখানকার শিল্পীদের সঙ্গে আলাচারিতায় দিন কাটিয়েছেন তিনি। ভাগ করে নিয়েছেন তাঁর নানান অভিজ্ঞতা। কলকাতা তথা ভারতবর্ষের শিল্পকে আত্মজ করেছেন। এবার পাড়ি দিলেন শান্তিনিকেতন (Shantiniketan)। কথা হচ্ছে বিখ্যাত বিখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী ক্রিস্টোবাল গ্যাবারনের (Cristobal Gabarron)।
সম্প্রতি তিনি ভারত সফরে এসেছেন। গত ২৫ এপ্রিল বিশ্ববিখ্যাত এই শিল্পী ভারতে আসেন। ৩ মে পর্যন্ত দেশে থাকবেন। তাঁর সফরসূচি অনুযায়ী কলকাতা ঘুরে শান্তিনিকেতনে গেলেন। সেখানেই আগামীকাল অর্থাৎ ২ এপ্রিল এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
বিশ্বভারতীর কলা ভবনে অনুষ্ঠিত হবে এই বিশেষ অনুষ্ঠানটি। রবীন্দ্র সঙ্গীত থেকে বাউল, গানের আসর বসবে বিশ্বভারতীর প্রাঙ্গণে। পুরো অনুষ্ঠানে মধ্যমণি হয়ে থাকবেন ক্রিস্টোবাল গ্যাবারন। তিনি আগামীকাল ক্যানভাসে ফুটিয়ে তুলবেন তাঁরই আঁকা ছবি। শান্তিনিকেতন, কলকাতা এবং ভারতের অন্যান্য শহর থেকে বিশিষ্ট শিল্পী, সঙ্গীতজ্ঞদের আগামীকালের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়াও অনুষ্ঠানে থাকবে প্রভাতী বাউল, দেবদাস বাউল, উত্তম দাস বাউলের মত শিল্পীদের অপরূপ সঙ্গীতের ঝংকার। এক ঝাঁক সঙ্গীত শিল্পী উপস্থিত থাকবেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে। থাকবে কাজী প্রমিলা কবীরের কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতা, দ্বৈপায়ন সরকারের এসরাজ। সবমিলিয়ে আগামীকাল শান্তিনিকেতন আকাশে বাতাসে ঘুরে বেড়াবে সুরের তরঙ্গ।
অ্যাম্বিট বা AMBIT যা হল আন্তর্জাতিক শৈল্পিক প্রস্তাব, গ্যাবারোনিসের মস্তিষ্কপ্রসূত এই প্রস্তাবটির দ্বিতীয় সংস্করণের প্রকাশ হবে আগামীকালের অনুষ্ঠানে। এর প্রথম সংস্করণটি প্রকাশ পেয়েছিল চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি, স্পেনে। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (ICCCR)-এর আমন্ত্রণে তিনি ভারতে এসেছেন। গ্যাবারন ফাউন্ডেশন এবং কাসা দে লা ইন্ডিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
গ্যাবারোনিস তাঁর পাবলিক আর্টের জন্য বিশ্বব্যাপী পরিচিত। স্প্যানিশ শিল্পী, মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী স্মরণে বছর দুয়েক আগে ‘দ্য হেড অফ দ্য জায়ান্ট’ তৈরি করেছিলেন। যা বিশ্বের শিল্প জগতে সাড়া ফেলে দিয়েছিল। ২৭ এপ্রিল তাঁর এই কাজের ওপরই এক প্রদর্শনীতে তিনি উপস্থিত ছিলেন। তাঁর শিল্পের ওপর তাঁর মূল্যবান বক্তৃতা প্রদর্শনীর সমৃদ্ধ বাড়িয়েছে।
ক্রিস্টোবাল গ্যাবারন, তাঁর ৫০ বছরের কর্মজীবনে একের পর এক নজির সৃষ্টি করেছেন। ফ্রান্স, ইতালি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে নিজের দৃষ্টান্ত রেখেছেন। মানবতার প্রতি তাঁর আগ্রহ তাঁর সৃষ্টির মধ্যে ফুটিয়ে তুলেছেন। তাঁর অভিজ্ঞতা ফুটে উঠেছে অলিম্পিকের মঞ্চেও। ১৯৯২ সালে বার্সেলোনায় আয়োজিত অলিম্পিকে তাঁর শিল্প মানুষের মন জয় করেছিল। আগামীকাল তাঁর উপস্থিতি শান্তিনিকেতনের অনুষ্ঠানকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে বলে আশাবাদী বিশ্বভারতী কর্তৃপক্ষ।”খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে