এবার গুজরাত’, মোদীর রাজ্যে হুঙ্কার কেজরির, আপ-বিটিপি বোঝাপড়া

 রবিবার গুজরাতে (Gujrat) গিয়ে হুঙ্কার ছাড়লেন আম আদমি পার্টির (AAP) নেতা অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বললেন, বিজেপির পালা শেষ। গুজরাত এবার আমাদের।

আমাদের বলতে আপ এবং বিটিপি অর্থাৎ ভারতীয় ট্রাইবাল পার্টির। বছর পাঁচেক আগে তৈরি এই দলের সঙ্গে হাত মিলিয়ে এবার গুজরাত বিধানসভার ভোটে লড়াই করবে আপ। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের ভারুচ জেলার চান্দেরিয়া এলাকায় এক জনসভায় ভাষণ দেন আপ সুপ্রিমো। মঞ্চে উপস্থিত ছিলেন বিটিপি নেতা ছটুভাই বাসব। সেই কারণে সভায় আদিবাসী জনতার ভিড় ছিল যথেষ্ট।

পাঞ্জাব দখলের পর কেজরিওয়াল একবার গুজরাত ঘুরে গিয়েছেন। তবে সেই সফর ছিল মূলত অক্ষরধাম মন্দিরে পুজো দেওয়া। সঙ্গী ছিলেন পাঞ্জাবের আপ মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। সেবার কোনও রাজনৈতিক কর্মসূচি ছিল না। তবে আজকের সভা থেকে বিধানসভা ভোটের প্রচার শুরু করে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। বছর শেষে গুজরাত ও হিমাচলপ্রদেশে বিধানসভার ভোট। দুই রাজ্যেই আপ ঝাঁপিয়েছে।


বিটিপি নেতা ছটুভাইয়ের নর্মদা নদী প্রকল্পের আশপাশে বসবাসকারী আদিবাসীদের উপর প্রভাব আছে। নর্মদা সেচ প্রকল্পের জন্য তিরিশ-চল্লিশ বছর আগে নেওয়া জমির ক্ষতিপূরণের টাকা তাঁদের অনেকেই পাননি। তা নিয়ে ক্ষোভ আছে বেশিরভাগের। সেই ক্ষোভকেই ভোট-বাক্স বন্দি করতে চাইছেন কেজরিওয়াল ও ছটুভাই।

তবে ২০১৭-তে নিজের দল গড়ার আগে অনেক ঘাটের জল খেয়েছেন ছটুভাই। আদি কংগ্রেসি ছটুভাই একটা সময় জনতা দল ইউনাইটেডের সঙ্গে ছিলেন। ২০১৭-তে দল গড়ার পর রাজস্থান বিধানসভার নির্বাচনে লড়াই করে একটি আসনে জয়ী হয় তাঁর দল। আপের মতো বিটিপি-ও এবারই প্রথম গুজরাত বিধানসভা নির্বাচনে লড়াই করবে। প্রথমে আসাউদ্দিন ওয়েইসির দল এআইএমআইএম-এর সঙ্গে বোঝাপড়া হয়েছিল বিটিপি-র। সেই বোঝাপড়া কয়েক মাসের মধ্যেই ভেঙে যায়। এবার তাদের সঙ্গী আপ।

দিল্লির মুখ্যমন্ত্রী এদিন কংগ্রেস এবং শাসক বিজেপি, দুই দলকেই আক্রমণ করেন। হিসাব মতো গুজরাতে আগামী ডিসেম্বরে বিধানসভার ভোট। কেজরিওয়াল আজ বলেন, আপকে ঠেকাতে গুজরাতে ভোট এগিয়ে আনতে চাইছে বিজেপি সরকার। আমি বলছি, এখন কিংবা, ছয় মাস পরে, ভোট যখনই হোক, সরকার আপ গড়বে।

এদিন গুজরাতের স্কুল শিক্ষার হাল নিয়ে সরব হন দিল্লির মুখ্যমন্ত্রী। বলেন, মাত্র সাত বছরে দিল্লিতে সরকারি স্কুলগুলির হাল এমনভাবে বদলে ফেলা হয়েছে যে এবার চার লাখ ছেলেমেয়ে সেগুলিতে ভর্তি হয়েছে। গুজরাতের মুখ্যমন্ত্রীর উদ্দেশে কেজরিওয়াল বলেন, আপনাকে বলছি এবার দিল্লি সরকার পরিচালিত স্কুলগুলি পরিদর্শন করে আসুন। দিল্লির মুখ্যমন্ত্রীর ঘোষণা, ক্ষমতায় এসে তাঁরা স্কুলের হাল বদলে দেবেন।

দিল্লির মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিরোধী দল হিসাবে কংগ্রেস গুজরাতে পুরোপুরি ব্যর্থ। তিনি বিজেপি এবং কংগ্রেস, দুই দলেরই যোগ্য লোকেদের আপে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news