‘বিয়ে হচ্ছে না, প্লিজ পাশ করিয়ে দিন’, পরীক্ষার খাতা দেখতে বসে মাথা ঘুরছে শিক্ষকদের

 বোর্ড পরীক্ষা (UP Board Exam) পাশ না করলে যে বিয়ের পিঁড়িতে বসা হচ্ছে না, বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, তাই এবার পরীক্ষার খাতাতেই পরীক্ষকের কাছে আর্জি জানিয়ে বসল দ্বাদশ শ্রেণির এক ছাত্রী! অনুরোধ, আবদার, অনুনয় পরীক্ষার খাতা (Answer Sheet) জুড়ে শুধু তাই লেখা, প্রশ্নের উত্তর নেই। যা দেখে রীতিমত স্তম্ভিত শিক্ষকরা।

উত্তর প্রদেশে দশম ও দ্বাদশ শ্রেণির (UP Board Exam) পরীক্ষা চলছে। পরীক্ষার খাতা দেখতে বসেই পরীক্ষকদের চোখ কপালে ওঠার জোগাড়। অনেক খাতাতেই প্রশ্নের উত্তরের বদলে পাশ করিয়ে দেওয়ার আর্জি। কোন কোন খাতার সঙ্গে আবার ১০০, ২০০, ৫০০ টাকার নোট লাগানো!

পরীক্ষার খাতায় এক পরীক্ষার্থী অনুরোধের সুরে লিখেছে, স্যার বারবার আমার বিয়ে ভেঙে যাচ্ছে। এই নিয়ে তিনবার। শেষ যে সম্বন্ধ এসেছে সেখানে পাত্র পক্ষের দাবি, মেয়েকে দ্বাদশ শ্রেণি পাশ করতেই হবে। দয়া করে পাশ করিয়ে দিন, যাতে বিয়েটা হয়ে যায়। মা-বাবা খুব চিন্তায় আছেন।

কেউ আবার লিখছে, অনেক চেষ্টার পরে তার বিয়ে হয়েছে। কিন্তু শ্বশুর বাড়ির লোকেরা চান পড়াশুনা করাতে। কিন্তু তার তো ইচ্ছে নেই, মুখের ওপর কিছু বলতেও পারছে না। তাই তার অনুরোধ, ‘পাশ করিয়ে দিন, যাতে শ্বশুর বাড়িতে সম্মানহানি না হয়’।

এখানেই শেষ নয়। পাশ করিয়ে দেওয়ার জন্য পরীক্ষকদের ‘ঘুষ’ও দিচ্ছে কেউ কেউ। কোন খাতার সঙ্গে ১০০, ২০০ আবার কোন খাতার সঙ্গে ৫০০ টাকার নোটও পাচ্ছেন শিক্ষকরা।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news